টুকরো খবর
কাজের দাবি
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটপাস কেড়ে নেওয়া ১২জন ঠিকা শ্রমিককে ফের কাজে যোগদান করানোর দাবিতে আন্দোলনে নেমেছে আইএনটিটিইউসি। রবিবার উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কোর কমিটির সদস্য সুভাষ ঘোষ ও হুগলির জেলা সভাপতি বিদ্যুৎ রাউত, বাঁকুড়া জেলা সভাপতি অলকা সেন মজুমদার। অলকাদেবীর দাবি, “অন্যায় ভাবে ১২জন ঠিকা শ্রমিককে কাজে যোগদিতে দিচ্ছে না মেজিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। তাঁদের অবিলম্বে কাজে যোগদান করতে দিতে হবে।” প্রসঙ্গত, এই দাবিতে ১৯দিন ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর গেটের পাশে অবস্থান মঞ্চ গড়ে বিক্ষোভ করছে আইএনটিটিইউসি। তবে এই বিক্ষোভের জেরে উৎপাদন ব্যহত হয়নি। বিদ্যুৎকেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস মিত্রের দাবি, “ওই ১২ জন শ্রমিক কাজে গাফিলতি করছিলেন। আমরা বারবার বোঝালেও নিজেদের ভুল না শোধরানোয় তাঁদের গেটপাশ কেড়ে নেওয়া হয়েছে।” তিনি বলেন, “আন্দলনকারী সংগঠন আলোচনায় বসতে চাইলে আমি রাজি আছি।”

নির্যাতনের নালিশ
শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে বধূ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই অভিযোগে তাঁর শ্বশুর, শাশুড়িকে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে পাত্রসায়র থানার বালসি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা, পেশায় আধা সামরিক বাহিনীর জওয়ান অনিরুদ্ধ মণ্ডলের স্ত্রী মৌসুমিদেবী এ দিন দুপুরে কীটনাশক খান। এর পরেই স্থানীয় বাসিন্দারা ওই বধূর শ্বশুর, পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত মণ্ডল ও শাশুড়ি রেণুকাদেবীকে মারধর করেন। পাত্রসায়র থানার ওসি মানবেন্দ্রনাথ পাল গিয়ে তাঁদের উদ্ধার করেন। ওই বধূকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক চিকিৎসার পর ওই বধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বধূর শ্বশুরবাড়ির লোকেরা।

পঞ্চায়েতে বিক্ষোভ
সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে পঞ্চায়েতে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল। গত শুক্রবার দুপুরে পাড়া ব্লকের উদয়পুর পঞ্চায়েতে ঘটনাটি ঘটে। বিডিও তমোঘ্ন কর বলেন, “ওই পঞ্চায়েতে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল বেনিয়মের অভিযোগ করেছ। তা খতিয়ে দেখা হচ্ছে।” ১০০ দিন প্রকল্পে পুকুর-মালিকদের সম্মতি না নিয়ে একটি পুকুর সংস্কার করা হচ্ছে বলে গত বৃহস্পতিবার পঞ্চায়েতে অভিযোগ জানাতে যান তিন তৃণমূল নেতা। তৃণমূল নেতা প্রকাশ মুখোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএমের কর্মী-সমর্থক তাঁদের ভিতরে আটক করে রাখেন।” যুগ্ম বিডিও নির্মলেন্দু ঘটক পুলিশ নিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পঞ্চায়েত প্রধান হীরালাল রাজোয়াড়ের সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি।

স্ট্যান্ডের উদ্বোধন
বিষ্ণুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অটো স্ট্যান্ডের উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ছিলেন উপ-পুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়, আইএনটিটিইউসি অনুমোদিত বিষ্ণুপুর অটোরিকশা ইউনিয়নের সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। দিব্যেন্দুবাবু জানান, স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ চলছে। সেই কথা স্মরণে রেখে এ দিন নিখরচায় অটোকর্মীরা রোগীদের হাসপাতাল ও নার্সিংহোমে পৌঁছে দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.