তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে ১০০ দিন কাজের প্রকল্পে জবকার্ড ও পাশবই আটকে রাখার অভিযোগ পাত্রসায়রের বিডিও-র কাছে আগেই জানিয়েছিলেন শ্রমিকরা। এ বার বিষ্ণুপুরের মহকুমাশাসকের কাছে ওই ঘটনার তদন্ত দাবি করলেন পাত্রসায়রের তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায় শুক্রবার বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপ রায়ের কাছে ঘটনার তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন। বেলুট-রসুলপুর পঞ্চায়েতের বীজপুর, ভেটিয়া ও কাটোরা গ্রামে ১০০ দিন কাজের প্রকল্পে পুকুর খননের তিনটি কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই কাজের শ্রমিকদের জবকার্ড ও পাশবই আটকে রাখার অভিযোগ ওঠে পাত্রসায়র পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস পাত্র এবং বেলুট-রসুলপুর পঞ্চায়েতের সদস্য সুবিমান ঘোষের বিরুদ্ধে। দুই তৃণমূল নেতা স্নেহেশবাবুর বিরোধী শিবিরের বলে পরিচিত। স্নেহেশবাবুর দাবি, “ব্লক প্রশাসন যাতে দ্রুত গ্রামে গিয়ে তদন্ত করে সে জন্য মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।” দুুই নেতাই অবশ্য তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছিলেন। উল্টে তাঁদের অভিযোগ, দলের এক নেতার মদতেই এসব করা হচ্ছে। মহকুমাশাসক (বিষ্ণুপুর) বলেন, “পাত্রসায়র ব্লকের বেলুট-রসুলপুর পঞ্চায়েতে ১০০ দিন কাজের প্রকল্পে শ্রমিকদের জবকার্ড ও পাশবই আটকে রাখা-সহ কিছু অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তদন্তের জন্য বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।” |