রাস্তার উপরে সীমানা প্রাচীর তৈরিকে ঘিরে শনিবার স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বচসা বেধেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের। তার জেরে রবিবার বিশ্বভারতী কর্তৃপক্ষ পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ চঞ্চল বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জনের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিশ্বভারতী ও স্থানীয় সূত্রের খবর, আশ্রম চত্বরে যানবাহনের প্রবেশ ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে বিশ্বভারতী। তারই অঙ্গ হিসেবে শনিবার দুপুরে আশ্রম মাঠ লাগোয়া একটি রাস্তায় সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু হয়। এলাকাবাসীর একাংশের দাবি, রাস্তার উপরে ওই প্রাচীর তৈরি হলে তাঁদের যাতায়াতে অসুবিধা হবে। দমকল, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাও ব্যাহত হবে। তাঁরা এই যুক্তিতে প্রাচীর তৈরির বিরোধিতা করেন। স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে সাময়িক ভাবে কাজ বন্ধ রাখতে হয় বিশ্বভারতীকে। |
এই প্রাচীরকে ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র |
শনিবার গভীর রাতে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বরূপ মুখোপাধ্যায়কে নিয়ে বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য এবং শান্তিনিকেতনের আইসি পার্থসারথি মণ্ডল ওই রাস্তায় প্রাচীর তৈরির কাজটি শেষ করেন। রবিবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। চঞ্চলবাবু বলেন, “আশ্রমের চরিত্র ফেরাতে ও আশ্রমের ঐতিহ্য সংরক্ষণে আমরাই বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে আবেদন জানিয়েছি। কিন্তু সেই অজুহাতে রাস্তা আটকে দেওয়া ঠিক নয়।” তাঁর আরও দাবি, “দায়িত্বশীল প্রবীণ নাগরিক হিসেবেই আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে বিকল্প রাস্তা তৈরি না করে প্রাচীর নির্মাণ না করার আবেদন জানিয়েছিলাম। কোনও অন্যায় করিনি।”
বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া, কাজ করতে না দেওয়া, ধাক্কাধাক্কি করার অভিযোগ হয়েছে ছ’জনের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” এর মধ্যেই জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার নির্দেশে বিশ্বভারতী এলাকার মধ্যে দিয়ে যাওয়া বোলপুর-সিউড়ি রাস্তার কিছুটা অংশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। |