বাজারে নেই ভাল আম, লিচু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জামাইষষ্ঠীর বাজারেও দেখা মিলল না ভাল আম বা লিচুর। রবিবার বেলা একটু বাড়তেই বাজার খাঁ খা।ঁ তবে এক্ষেত্রে আম বা লিচুর ফলনকে খুব একটা দোষ দেওয়া যায়না। কারণ সাধারণভাবে মুর্শিদাবাদে আম, লিচু ওঠে জুনের দ্বিতীয় সপ্তাহে। বরং অন্যান্যবারের তুলনায় জামাইষষ্ঠীই প্রায় দু’সপ্তাহ এগিয়ে এসেছে এ বছর।তবে বাজারে এখন যে ধরনের আম বা লিচু পাওয়া যাচ্ছে গরমের দাপট কম হলে এবং বৃষ্টি হলে তার স্বাদ আরও ভাল হত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানান, গরমে গাছেই পুড়ে যাচ্ছে ফল। জেলা উদ্যান পালন দফতরের হিসেবে আমের ফলন গতবারের ৪০ শতাংশও হবে না এ বার। লিচুর ফলনও কমেছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া আম বাজারে আসতে এখনো দিন দশেক বাকি। লিচু আসতে আরও দিন সাতেক। কিন্তু রবিবারের জামাইষষ্ঠীর বাজার ধরতে আধপাকা আমই দেদার কার্বাইড দিয়ে রং করে বিক্রি করা হচ্ছে। ফলে তা না মিষ্টি, না স্বাদু। লিচুর ফলন ভাল হলেও সূর্যের দাবদাহে তা গাছেই পুড়ে যাচ্ছে। আকারেও বাড়ছে না, রংও আসছে না। এমনকী জলের স্প্রে দিয়েও কোনও লাভ হচ্ছে না। ফলে বাজারে আনা হচ্ছে টক লিচুই। মুর্শিদাবাদের উদ্যান পালন দফতরের সহকারি অধিকর্তা শুভদীপ নাথ বলেন, “এ জেলায় আম ওঠে সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু জামাইষষ্ঠী ভাল বাজার ধরার সময়। ফলে এখন আম আসছে মূলত বসিরহাট, মাজদিয়া থেকে। তাও কার্বাইড দিয়ে পাকানো। তবে এই কার্বাইডে পাকানো আম অত্যন্ত ক্ষতিকর। কিন্তু মানুষ সচেতন না হলে কিছু করা সম্ভব নয়।” |
দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
মোটর সাইকেল ও লরির ধাক্কায় মৃত্যু হয়েছে জামিরুল হক (৪৯) নাম এক ব্যক্তির। বাড়ি বেলডাঙার পুলিন্দা গ্রামে। শনিবার রাতে বেলডাঙার ঝুনকা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। এ দিন মোটর সাইকেলে বেলডাঙা থেকে বহরমপুর যাওয়ার পথে প্রাক্তন সেনাকর্মী জামিরুল হকের ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে। পরে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলেও সেখানেই মারা যান তিনি। পুলিশ লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক। দুর্ঘটনার পরে স্থানীয় মানুষেরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় জোরে গাড়ি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। |
গুলিবিদ্ধ দেহ উদ্ধার ধানতলায়
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম অমিত মল্লিক (২০)। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি তাহেরপুরের কামগাছি গ্রামে। রবিবার গভীর রাতে ধানতলার হালালপুর গ্রামের একটি খেলার মাঠে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। পরে রানাঘাট মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান তাঁকে খুন করা হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “খুনের কারণ এখনও পরিষ্কার নয়। কারও বিরুদ্ধে অভিযোগও হয়নি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতবাবু পেশায় দিনমজুর। পুলিশের অনুমান, এ দিন খেলার মাঠে যাওয়ার সময়ে কেউ তাঁকে গুলি করে। কালীনারায়ণপুর-পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ মোদক বলেন, “ওই যুবকের মামারবাড়ি কামগাছি এলাকায়। ওখানেই কয়েক বছর আগে বাড়ি করেছেন তিনি। এর আগে থাকতেন রানাঘাটের রথতলায়।” |
পঞ্চায়েতে অনাস্থা
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন কংগ্রেসের আট সদস্য। বেলডাঙা-১ ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুক্রবার বেলডাঙা-১ ব্লকের বিডিওর কাছে অনাস্থা জমা দেন তাঁরা। পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের খালেদূরজ্জামান বলেন, “দুর্নীতি রুখে উন্নয়ন করতেই এই অনাস্থা আনা হয়েছে।” তবে প্রধান সিপিএমের নাজমুন্নাহার বেগম বলেন, “দুর্নীতিতে জড়িত থাকা সদস্যেরাই দুর্নীতির অভিযোগ তুলছে। আমার ধারণা চুরি করতে না পেরেই তাঁরা ওই সিদ্ধান্ত নিয়েছেন।” বেলডাঙা-১ ব্লকের বিডিও সঞ্জয় বিশ্বাস বলেন, “অনাস্থা পত্র পেয়েছি। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” |
বিধায়ককে কটাক্ষ করলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রবিবার সন্ধ্যায় কুপার্স ক্যাম্প নোটিফায়েড এলাকায় ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস নেতা তথা মন্ত্রী মানস ভুঁইয়া নাম না করে এলাকার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করলেন। তিনি এই দিন বলেন, “স্থানীয় বিধায়ক হলেন দেশের একমাত্র বিধায়ক, যিনি তাঁর এলাকার উন্নয়নের টাকা আটকে দিয়েছেন। এর ফলে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে।” স্থানীয় রানাঘাট দক্ষিণের বিধায়ক তৃণমূলের আবীররঞ্জন বিশ্বাস অবশ্য বলেন, “আমি উন্নয়নের টাকা আটকাইনি। উন্নয়নের টাকা লুঠ হয়ে যাচ্ছিল, আমি তা আটকেছি।” কুপার্সে কংগ্রেস ও তৃণমূলের জোট হয়নি। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে কার্তিক দাস নামে এক যুবকের। বাড়ি রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রামে। রবিবার সকালে পাশের গ্রাম খেজুরতলায় তাঁর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, কাঁচা লিচু পাড়ার জন্য বাবা বকাবকি করায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। |