সুকুমার ঘোষ |
দীপক দে |
পিন্টু দত্ত |
|
সিপিএম পাঁচ বছরে কিছুই
করেনি। নির্বাচিত হলে জমির
পাট্টার পাশাপাশি এলাকার
সার্বিক উন্নয়ন করব। |
কংগ্রেস বোর্ড সিপিএমকে
কোনও কাজ করতে দেয়নি
এত দিন। এ বার ভোটে জিতলে
এলাকার উন্নয়ন করব। |
এই এলাকায় রাস্তা, নিকাশি,
জল ও বিদ্যুতের সমস্যা রয়েছে।
এ বার ভোটে জিতলে এ সব
সমস্যা সমাধানে নজর দেব। |
|
|
|
|
রাস্তা কেমন: বেশ কয়েকটি রাস্তা ব্যবহারের অযোগ্য। অনেক রাস্তাই অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়।
জলের হাল: আর্সেনিকমুক্ত জলের কলটি দেখভালের অভাবে মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়।
পথবাতি: ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় পথবাতি নেই। অন্ধকারে সমস্যায় পড়েন মানুষ।
নিকাশি: সব জায়গায় নিকাশি ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতে বাড়িতে জল ঢুকে যায়।
সাফাই: নোংরা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। যেখানে সেখানে জমে থাকে আবর্জনা। |
|
তথ্য ও ছবি: সৌমিত্র সিকদার ও সুদীপ ভট্টাচার্য। |