সংবাদসংস্থা • মন্টে কার্লো
|
চলতি মরসুমে ফর্মুলা ওয়ানের নতুন ধারা বজায় রইল মোনাকো গ্রাঁ প্রি-তেও। ছবির মতো সাজানো মন্টে কার্লোর সর্পিল রাস্তায় রেস জিতে নিলেন বেড বুলের অস্ট্রেলীয় তারকা মার্ক ওয়েবার। ফলে এই নিয়ে মরসুমের প্রথম ছয় রেসে ছ’জন বিজয়ী হলেন! এমন নজির ফর্মুলা ওয়ানের বাষট্টি বছরের ইতিহাসে আর নেই। ফলে এ দিন ট্র্যাকের লড়াইয়ে তেমন চমক না থাকলেও ঐতিহাসিক হয়ে রইল মোনাকোর এই রেস।
ইতিহাসের অংশিদার হওয়ার পাশাপাশি এই নিয়ে গত তিন বছরে দ্বিতীয় বার মোনাকোয় রাজা ওয়েবার। “অসাধারণ অনুভূতি! এখানে আবার জেতাটা দারুণ ব্যাপার। আমি ভীষণ খুশি,” রেসের শেষে উচ্ছ্বসিত ছিলেন গত বছর আগাগোড়া সেবাস্তিয়ান ভেটেলের ছায়ায় ঢাকা পড়ে থাকা ওয়েবার। মার্সিডিজের নিকো রোজবার্গ দ্বিতীয় এবং ফেরারির ফের্নান্দো আলোনসো তৃতীয় হয়ে পোডিয়াম আলো করলেন। এ দিকে, রেস শুরুর পরে পরেই একটা দুর্ঘটনার পূর্ণ সুযোগ তোলার পাশাপাশি দারুণ রণকৌশল সাজিয়ে এই রেস থেকে দশ পয়েন্ট ঘরে তুলল সহারা ফোর্স ইন্ডিয়া। ভারতীয় দলের ব্রিটিশ চালক পল ডি রেস্টা সপ্তম হয়ে পেলেন ৬ পয়েন্ট। তাঁর পিছনে আটে শেষ করলেন জার্মান টিমমেট নিকো হুলকেনবার্গ। পেলেন ৪ পয়েন্ট। এ দিন রেস শেষ করলেন মাত্র পনেরো জন। ভারতীয় চালক নারায়ণ কার্তিকেয়ন শেষ করলেন পনেরো নম্বরে।
এ দিকে, গতকাল যোগ্যতা পর্বে আগুনে গতিতে বাজার গরম করে তুলে পোল জেতার পর থেকে বিতর্কের ঘেরাটোপে মাইকেল শুমাখার। সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন পাঁচ গ্রিডের শাস্তি পেয়ে ছ’নম্বর থেকে রেস শুরু করলেও গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে রেস শেষই করতে পারলেন না। রেস শেষ করতে পারলেন না প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জেনসন বাটনও। |