পাঁচ মাস আগে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম ভারতীয় বোর্ডের আমন্ত্রণে এ দেশে আসা। আইপিএল ফাইনাল দেখতে। সকালে হোটেলে এসে পৌঁছনোর কিছুক্ষণ পরেই বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সোমবার ভারত-পাক বোর্ড প্রধানদের ফের বৈঠকে বসার কথা। বিষয়, দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কের পুনরুজ্জীবন। তার আগে আইপিএল ফাইনালের দিন আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকার দিলেন জাকা আশরাফ।
|
প্রশ্ন: পাকিস্তান ক্রিকেট মানেই এ দেশের লোক এখন বোঝে অশান্তি, দুর্নীতি আর নিরাপত্তার অভাব। আপনার জমানায় ছবিটা বদলাবে?
আশরাফ: পাঁচ মাস হল দায়িত্ব নিয়েছি। একটা ব্যাপারে কথা দিতে পারি। দুর্নীতিকে আমার বোর্ড প্রশ্রয় দেবে না। স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা যাতে না ঘটে, এই বোর্ড দেখবে। আমরা তো চাই, মহম্মদ আমেরেরও শাস্তি কমে যাক। বয়স মাত্র আঠারো, ছেলেটা যাতে ক্রিকেটের মূলস্রোতে ফেরে, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব।
প্র: পাক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ইজাজ বাট বলেছেন, পরের আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন। সত্যি?
আশরাফ: সে রকম একটা সম্ভাবনা এখন উজ্জ্বল। আগামী অক্টোবরে যে চ্যাম্পিয়ন্স লিগ হবে, সেখানে পাকিস্তানের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় বোর্ড। যা আগে কখনও হয়নি। এটা সেই পদক্ষেপ, যা দু’দশের ক্রিকেটীয় সম্পর্কের ফের সূচনা করবে।
প্র: অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ কি আদৌ বাস্তবায়িত হবে?
আশরাফ: নিশ্চয়ই। দু’পক্ষের মধ্যে সরকারি স্তরে সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। আপনাদের প্রেসিডেন্ট শ্রীনিবাসনের সঙ্গে দুবাইয়ে আইসিসি-র বৈঠকে বারবার দু’পক্ষের মধ্যে টেস্ট সিরিজ নিয়ে কথা হয়েছে। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে পাকিস্তানের মানুষ আমাকে দেখা হলেই প্রশ্ন করেন, কবে দু’দেশ আবার ক্রিকেট খেলবে? আপনাদের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যখন আমাদের দেশে এসেছিলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। তখনই উনি বলে গিয়েছিলেন, দেশে ফিরে ভারতীয় বোর্ডকে বলবেন, দু’দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক চালু করার জন্য।
প্র: এই নিয়ে কথা বলেছেন ভারতীয় বোর্ডের সঙ্গে?
আশরাফ: কালই আমার সঙ্গে শ্রীনিবাসনের বৈঠক হওয়ার কথা। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব দু’দেশের মধ্যে টেস্ট সিরিজ হোক। প্রথমে পাকিস্তান ভারতে আসবে, তার পর ভারত যাবে পাকিস্তানে। এমনকী আমরা যে কোনও নিরপেক্ষ কেন্দ্রে খেলতে রাজি আছি বলেও ভারতীয় বোর্ডকে জানিয়েছি। সে ক্ষেত্রে খেলা হতে পারে দুবাই বা মালয়েশিয়ায়। আমরা চাইছি আগামী বছরে গোড়াতেই দু’দেশের টেস্ট সিরিজ করতে। আশা করা যাক, খুব তাড়াতাড়ি ‘ব্রেকিং নিউজ’ পাবেন আপনারা।
প্র: আপনি নাকি ভারতের মাটিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রস্তাব ভারতীয় বোর্ডে পাঠিয়েছেন?
আশরাফ: হ্যাঁ, পাঠিয়েছি। এটা নিয়েও কাল কথা হবে ভারতীয় বোর্ডের সঙ্গে। ভারত ছাড়াও পাক-অস্ট্রেলিয়া সিরিজ হতে পারে দুবাই, মালয়েশিয়া বা শ্রীলঙ্কায়। |