পরের আইপিএলে ঘরোয়া প্লেয়াররাও নিলামে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
২০১৩ আইপিএল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটারদেরও নিলামে চড়ানো হবে। আজ এ কথা বলেছেন আইপিএল কমিশনার রাজীব শুক্ল। যার অর্থ, দেশের তারকা আম্তর্জাতিক ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটারদের নিলামে কেনার পর ফ্র্যাঞ্চাইজিরা যে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে পছন্দ মতো আর্থিক চুক্তিতে নিজের-নিজের দলে নিতেন, সেটা পরের টুর্নামেন্ট থেকে বন্ধ হয়ে গেল। সব ক্রিকেটারকেই নিলাম থেকে কিনতে হবে টিমগুলোর মালিকদের। নিলামের আকৃতিও এর ফলে বাড়বে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারসব মিলিয়ে অনেক বেশি সংখ্যক ক্রিকেটারের নিলাম চলবে। এখন দু’দিন নিলাম হয়। সেক্ষেত্রে প্রয়োজনে তার চেয়েও বেশি দিন নিলাম-পর্ব চলতে পারে বলে জানিয়েছেন আইপিএল প্রধান। এ বার টিভি চ্যানেলের স্টিং অপারেশনে পুণে ওয়ারিয়র্সের মণীশ মিশ্র দাবি করেছিলেন, তাঁকে টেবিলের তলা দিয়ে বাড়তি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে। এ রকম বিতর্ক থেকে টুর্নামেন্টকে বাঁচাতেই ঘরোয়া ক্রিকেটারদেরও নিলাম হবে বলে জানান শুক্ল। তিনি আরও বলেছেন, “মাত্র দু’-তিন জন সাংসদের তোলা দাবিতে আইপিএল বন্ধ হতে পারে না। সেটা পুরো সংসদের প্রতিক্রিয়া নয়। তা ছাড়া আইপিএল রীতিমতো সফল টুর্নামেন্ট।”
|
আইপিএলে এসএমএস বিতর্ক
সংবাদসংস্থা • চেন্নাই |
আইপিএল নিয়ে নানা বিতর্কের নবতম সংযোজন এসএমএস বিতর্ক। একটি মোবাইল নেটওয়ার্ক সংস্থা তাদের গ্রাহকদের মেসেজ পাঠাতে শুরু করে আইপিএল ফাইনালে দেখুন কেকেআর এবং সিএসকে-র লড়াই। এ পর্যন্ত কোনও সমস্যা নেই। চেন্নাই সুপার কিংসই তো চিপকে রবিবার মুখোমুখি হল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু এসএমএসটি গ্রাহকদের কাছে এসে পৌঁছেছিল শুক্রবার দুপুরে। অর্থাৎ, ধোনিরা সহবাগের দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর অনেক আগে। খেলা শুরু হতে তখনও বেশ কিছু ঘণ্টা বাকি। এই রকম এসএমএস পেয়ে অবাক হয়ে যান গ্রাহকরা। অনেকেই দ্রুত এসএমএসটি ফরোয়ার্ড করতে থাকেন বন্ধুদের। খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও। সেই সঙ্গে সংশয়ও তৈরি হয় গ্রাহকদের মধ্যে। পরে অবশ্য ভুল স্বীকার করে নেয় ওই মোবাইল নেটওয়ার্ক সংস্থা। তারা এক বিবৃতিতে জানায়, ভুলটি যান্ত্রিক নয়, মানুষের হাতেই হয়েছে। তাদের দাবি, আইপিএলের ফাইনালে পৌঁছনোর জটিল কোয়ালিফায়ার পদ্ধতির জন্যই এটি হয়েছে। এলিমিনেটরে ধোনিরা মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোয় সংস্থার কেউ মনে করেছিলেন চেন্নাই ফাইনালে চলে গিয়েছে। যেটা সঙ্গে সঙ্গেই সংশোধন করা হয়।
|
সতর্কিত সঙ্গকারা
সংবাদসংস্থা • কলম্বো |
আইপিএলের মাঝে সংবাদসংস্থার কাছে সাক্ষাৎকার দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবধানবাণীর সামনে পড়লেন কুমার সঙ্গকারা। সে দেশের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সঙ্গকারাকে একটি চিঠিতে জানানো হবে, ভবিষ্যতে এ রকম সাক্ষাৎকার মেনে নেওয়া হবে না। আদতে শ্রীলঙ্কা বোর্ড তাদের সঙ্গে চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারের জন্য সংবাদমাধ্যমের সঙ্গে ইচ্ছেমতো কথা বলায় নিষেধাজ্ঞা জারি করছে। যদি মিডিয়াকে একান্ত সাক্ষাৎকার দিতে হয়, তা হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অনুমতি নিতে হবে শ্রীলঙ্কা বোর্ডের সিইও অজিত জয়শেখরা-র কাছ থেকে। ১ জুন থেকে শুরু হওয়া পাকিস্তান-সিরিজের আগে শ্রীলঙ্কা বোর্ড তাদের ক্রিকেটারের সঙ্গে চুক্তি করবে। সেই চুক্তির একটি শর্তই থাকছে মিডিয়ার সঙ্গে কথা বলার এই নিষেধাজ্ঞা নিয়ে। সেই সঙ্গে সঙ্গকারাকে সাবধান করে চাপে রাখতে চাইছে বোর্ড। কারণ, গত বছর এমসিসি-র ‘স্পিরিট অব ক্রিকেট’ বক্তৃতায় শ্রীলঙ্কান উইকেটকিপার নিজের দেশের বোর্ডের দুর্নীতির সমালোচনা করেছিলেন। |