নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
খেলা বন্ধের আবেদনকে কেন্দ্র করে অশান্তি হল সিএবি-র টি-২০ আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃকলেজ ক্রিকেটে। আম্পায়ারকে নিগ্রহের অভিযোগে এ দিন সেন্ট জেভিয়ার্স কলেজের খেলোয়াড় অভিরূপ গুপ্তকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।
এ দিন বিকেলে সেন্ট জেভিয়ার্সের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ ছিল বাঁকুড়া খ্রিস্টান কলেজের। প্রথমে বাঁকুড়ার দলটি করে ১৩৩-৯। কৌস্তভ প্রধান ৬৪, শুভজিৎ দাসমোদক ২৪ রান করেন। সেন্ট জেভিয়ার্সের সন্দীপ মান্দরা ২১ রানে ২ উইকেট পান। জবাবে সেন্ট জেভিয়ার্স যখন ১৫ ওভারে ১১০-৭, তখন ঝড় শুরু হয়। দু’এক ফোঁটা বৃষ্টিও পড়ে। সেন্ট জেভিয়ার্সের ক্রিকেটারেরা খেলা বন্ধের আবেদন করেন। কিন্তু আম্পায়ার সুবীর বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব বসু জানান, সেই পরিস্থিতি আসেনি। |
সারা বাংলা আন্তঃবিশ্ববিদ্যালয় ও কলেজ ক্রিকেট চলছে বর্ধমান শহরের
মোহনবাগান মাঠে। রবিবার ছবিটি তুলেছেন উদিত সিংহ। |
তখনই ৪৪ রানে আউট হয়ে ফিরে যাওয়া অভিরূপ মাঠে ঢুকে প্রথমে আম্পারায়দের সঙ্গে তর্ক, পরে বিপ্লববাবুকে নিগ্রহ করেন বলে অভিযোগ। এর পরে বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। আম্পায়ারেরা গড় রান দেখে জেভিয়ার্সকে জয়ী ঘোষণা করেন। তবে সিএবি-র আচরণবিধি মেনে অভিরূপকে সাসপেন্ড করা হলে জেভিয়ার্সের ক্রিকেটারেরা সাজা প্রত্যাহারের দাবিতে সিএবি-র পর্যবেক্ষক স্বপনকান্তি পালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বপনবাবু অবশ্য বলেন, “সেন্ট জেভিয়ার্স মাঠে বিশৃঙ্খল আচরণ করেছে। তাই অভিরূপের সাজা মকুব করা হবে না।”
আজ, সোমবার ফাইনালে সেন্ট জেভিয়ার্স খেলবে কলকাতার প্রফুল্লচন্দ্র কলেজের সঙ্গে। অভিরূপ তাতে খেলতে পারবেন না। অপর সেমিফাইনালে প্রফুল্লচন্দ্র কলেজ সাত উইকেটে কলকাতার নরসিংহ দত্ত কলেজকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে নরসিংহ ১৩৫-৭ করেছিল। কৃষ্ণ ভট্টাচার্য করেন ৩৬ রান। প্রফুল্লচন্দ্রের রাজীব সিংহ ২২ রানে ৩ উইকেট পান। প্রফুল্লচন্দ্র ১৭.১ ওভারে রান তুলে নেয়। দেবাগ্নি বসু ৭২ ও ঋত্বিক চট্টোপাধ্যায় ৩৬ রান করেন। |