উন্নয়নের পাথেয় হবে এই জয়, আশাবাদী মুখ্যমন্ত্রী
সারা সন্ধে বাড়িতে পরিবারের সবার সঙ্গে বসে খেলা দেখেছেন। পরপর উইকেটগুলো যখন পড়ছিল, টেনশনে ভুগছিলেন তিনিও।
“প্রচণ্ড টেনশন হচ্ছিল”, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে পরিবর্তন আনার কাণ্ডারী রবিবার বাইশ গজে এক অন্য পরিবর্তনের সাক্ষী থাকতে চোখ রেখেছিলেন টিভির পর্দায়। শেষ পর্যন্ত জয় এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, উচ্ছ্বসিত দু’জনেই। গত পাঁচ বছর ধরেই কলকাতার ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ। কিন্তু এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ওঠার প্রস্তাব তাঁকে মমতাই দিয়েছেন। পরিবর্তনের পরেই এ রাজ্যের সঙ্গে শাহরুখের যোগ আরও নিবিড় হয়েছে। এ বার ট্রফি জিতে আইপিএলেও পরিবর্তন আনল কলকাতা নাইট রাইডার্স। “এই দলের সঙ্গে আমাদের মাটি জড়িয়ে আছে, এ আমাদের মানুষের টিম। আমাদের মায়েদের আশীর্বাদ রয়েছে এই টিমের জন্য”, বললেন আপ্লুত মমতা।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে এই জয়কে রাজ্যের উন্নয়নের দূরপ্রসারী লক্ষ্যের দিকে এক কদম অগ্রগতি হিসেবেও দেখছেন মমতা। আইপিএলের মহাযজ্ঞে শীর্ষ স্থান ছিনিয়ে নিয়ে কলকাতা একটা ‘নতুন গন্তব্য’ হিসেবে উঠে এল বলে মন্তব্য করেছেন তিনি। মমতার কথায়, “যে দলটার নামে কলকাতার নাম জড়িয়ে আছে, যার মালিক আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, সেই দলটার জয় একই সঙ্গে রাজ্যের উন্নয়ন আর প্রগতির চিহ্ন হয়ে উঠবে।”
আইপিএলের শুরুর দিকেই মহাকরণে এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ। একসঙ্গে ইডেনে বসে খেলা দেখেছিলেন তাঁরা। সেই দিনের স্মৃতিচারণ করে মমতা এ দিন বলেন, “প্রথম দিনটার কথা মনে পড়ছে খুব। শাহরুখ বলেছিল, আগে আপনার সঙ্গে দেখা করে তার পর মাঠে যাব। মহাকরণ থেকে একসঙ্গেই গাড়ি করে মাঠে গিয়েছিলাম আমরা। খুব বৃষ্টি হয়েছিল সেদিন। আজও কিন্তু এখানে খেলা শুরুর আগে বৃষ্টি হয়েছে।” এ দিন রাতে অবশ্য শাহরুখের সঙ্গে সরাসরি কথা হয়নি মমতার। ম্যাচের আগে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। ম্যাচের পরে চেন্নাইয়ে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মারফত সকলকে অভিনন্দন জানিয়েছেন। মুখেও বললেন, “শুধু কেকেআর নয়। যারা যারা খেলেছে, তাদের সকলকে অভিনন্দন। শাহরুখ, গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি এবং কলকাতা টিমের বাকি সদস্যদের সবাইকে আলাদা করে অভিনন্দন জানাচ্ছি।”
সোমবারই গোটা টিম নিয়ে শহরে আসছেন শাহরুখ। মঙ্গলবার মহাকরণে মমতার সঙ্গে দেখা করবেন তিনি। মমতাও মুখিয়ে আছেন সকলের সঙ্গে দেখা করার জন্য। বলছিলেন, “শাহরুখ আমাকে তখনই বলেছিল, যদি জিতি, গোটা বলিউডকে কলকাতায় এনে উৎসব করব।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.