টুকরো খবর
নানুরে বোমা উদ্ধার, ধৃত ৩ তৃণমূলকর্মী
উদ্ধার হওয়া বোমা। ছবি: সোমনাথ মুস্তাফি।
বোমা-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল নানুরের শেরপুর গ্রামের সফিকুল খান, জাবিদ খান এবং বাইতাড়া গ্রামের সেলিম শেখ। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে বোমাবাজির উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় নানুরের পালিটা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় দুষ্কৃতীরা জড়ো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা বোমাগুলি ফেলে পালায়। পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় একটি ইটভাটার পিছন থেকে প্রায় ২০০টি বোমা, দু’টি মোটরবাইক, ম্যাটাডর উদ্ধার হয়েছে। পরে অভিযান চালিয়ে শেরপুর ও বাইতাড়া গ্রাম থেকে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। সিপিএমের নানুর জোনাল কমিটির সম্পাদক হাসিবুর রহমানের অভিযোগ, “এলাকা দখল করার জন্য তৃণমূলের দু’টি গোষ্ঠী ওখানে বোমাগুলি মজুত করেছিল।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষ। ধৃত ওই তিন জন তাঁদের দলের কর্মী বলে দাবি করেছেন অশোকবাবু। তিনি বলেন, “ধৃতেরা আমাদের কর্মী ঠিকই, কিন্তু বোমা মজুত করার ঘটনায় তারা জড়িত নয়।” যদিও জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ধৃতদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা বোমাগুলি নিয়ে জড়ো করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

স্টেশনে বিক্ষোভ
আমোদপুর-কাটোয়া ন্যারোগেজকে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু করা, সাঁইথিয়া-চৌরিগাছা রেলপথ স্থাপন করা, সিউড়ির হাটজন বাজারে ফ্লাইওভার নির্মাণ-সহ ১৮ দফা দাবিতে রবিবার লাভপুর স্টেশনে অবস্থান-বিক্ষোভ করল লাভপুর রেলওয়ে যাত্রীকল্যাণ সমিতি। স্টেশন ম্যানেজারকে এ দিন তাঁরা স্মারকলিপিও দেন। সংগঠনের সম্পাদক প্রদ্যুৎ মণ্ডলের ক্ষোভ, “আমাদের দীর্ঘদিনের এই সব দাবিগুলির কয়েকটি ক্ষেত্রে বিভিন্ন রেল বাজেটে অর্থ বরাদ্দের কথা ঘোষণা হলেও আজও অবধি কোনও কাজ হয়নি।” লাভপুরের স্টেশন ম্যানেজার পাসকেল এক্কা বলেন, “দাবিগুলির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।”

মন্দিরে চুরি
বোলপুরে চুরির তদন্তে পুলিশ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
অবিলম্বে চুরির কিনারা করার দাবিতে রবিবার কয়েক ঘণ্টা বোলপুরে, বোলপুর-আমোদপুর সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বোলপুরের আইসি কমল বৈরাগ্যের আশ্বাসে বেলা ১১টা নাগাদ অবরোধ উঠে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মকরমপুরের রাধাগোবিন্দ মন্দিরে চুরি হয়। রবিবার ভোরে পুজো করতে গিয়ে সেবাইত জয়দেব কৃষ্ণদাস প্রথম বিষয়টি জানতে পারেন। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের পক্ষে প্রসেনজিৎ দাসের দাবি, “সোনার ১টি বড় মুকুট, ৬টি ছোট মুকুট, দু’টি বড় ও ১০টি ছোট বাঁশি-সহ আরও কিছু গয়না, বাসন চুরি হয়েছে।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রবিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

দমকলকেন্দ্র গড়ার আশ্বাস
এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি মেনে সাঁইথিয়ায় দমকলকেন্দ্র গড়ার আশ্বাস দিলেন ওই দফতরের মন্ত্রী জাভেদ খান। রবিবার তিনি সাঁইথিয়ায় এসেছিলেন। মন্ত্রী বলেন, “সাঁইথিয়ায় দমকলকেন্দ্র গড়ার জন্য জায়গা দেখে গেলাম।” সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ বলেন, “দীর্ঘদিন থেকে এখানে দমকলকেন্দ্র গড়ার দাবি জানিয়ে আসছি। এ দিন মন্ত্রী ৭ নম্বর ওয়ার্ডের বলাকার কাছে তিন বিঘা ঘুরে দেখে গিয়েছেন।”

দেহ উদ্ধার
নলহাটি পাথর শিল্পাঞ্চল এলাকার লখনামারা গ্রাম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্দার করল পুলিশ। রবিবার রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম ডালিম শেখ (৫২)। বাড়ি নলহাটি থানার আমলাই গ্রামে। পুলিশ জানায়, মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। মৃতের ছেলে নুরুজ্জামান শেখের দাবি, “বাবাকে মারধর করা হয়েছে বলে এ দিন বিকেলে একটা ফোন আসে। এলাকায় গিয়ে দেখি কেউ নেই, বাবার মৃতদেহ পড়ে আছে। বাবাকে খুন করা হয়েছে।” কে বা কারা এই ঘটনায় জড়িত পুলিশ তদন্ত শুরু করেছে।

অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
অগ্নিদগ্ধ এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে সিউড়ির অজয়পুর গ্রাম থেকে বুলু মাহারা (৪০) নামে ওই বধূর দেহটি উদ্ধার করা হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.