নিকাশি নালায় পাইপ বসানোর দাবিতে রবিবার বিডিওকে ঘেরাও করে রাখলেন সিউড়ির মোনপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি ২ ব্লকের মোনপুর গ্রামের খাঁ পাড়ার পাড়ি পুকুরের জল নিকাশির জন্য ওই পুকুরের রেকর্ডে একটি নালার উল্লেখ আছে। বছর খানেক আগে তৃণমূল পরিচালিত কেন্দুয়া পঞ্চায়েত ওই নালাটি সংস্কারে উদ্যোগী হয়। কিন্তু তৃণমূল সমর্থকদের দাবি, স্থানীয় কিছু সিপিএম সমর্থকের আপত্তিতে সে সময় ওই নালায় সংস্কারের জন্য প্রয়োজনীয় জলনিকাশির পাইপ বসানো যায়নি। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য মান্নান খাঁ নামে ওই পুকুরের এক অংশীদার আদালতের দ্বারস্থ হন। |
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
স্থানীয় তৃণমূল নেতা গোলাম কিবরিয়া বলেন, “বিডিওকে ওই নালার উপর দেওয়া বাঁশের বেড়া সরিয়ে প্রয়োজনীয় জলনিকাশি পাইপ বসানোর নির্দেশ দেয় সিউড়ি আদালত।” তাঁর অভিযোগ, “এ দিন বিডিও আদালতের নির্দেশে ঘটনাস্থলে এলেও সিপিএম সমর্থকদের আপত্তিতে জলনিকাশি পাইপ না বসিয়েই ফিরে যাচ্ছিলেন।” এতেই ক্ষিপ্ত হয়ে তাঁরা বিডিওকে ঘেরাও করেন বলে জানিয়েছেন। তাঁদের দাবি, গ্রামবাসীদের চাপে শেষ পর্যন্ত বিডিও দাঁড়িয়ে থেকে পুলিশের সহায়তায় ওই নালায় পাইপ বসানোর ব্যবস্থা করেন। সিপিএমের সিউড়ি জোনাল কমিটির সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে সব ব্যাপারে রাজনীতি করে নির্দিষ্ট কোনও দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা ঠিক নয়।” অন্য দিকে, সিউড়ি ২ ব্লকের বিডিও সারোয়াত আব্বাস বলেন, “একটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় প্রাথমিক ভাবে ওই কাজটি করা যায়নি। পরে আদালতের নির্দেশ মেনেই নালার কাজটি সম্পন্ন করা হয়েছে।” |