বোমা ছুড়ে ও গুলি করে খুন করা হল এক যুবককে। শনিবার সন্ধ্যায় পূর্বস্থলীর ভাণ্ডারটিকুরি স্টেশন এলাকার ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম বাপন মোদক (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৮টা নাগাদ ভাণ্ডারটিকুরি স্টেশনের টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়েছিলেন বাপন। তাঁর বাড়ি স্টেশন লাগোয়া এলাকায়। হঠাৎ কয়েক জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলেন। প্রথমে তাঁরা বাপনকে লক্ষ করে গুলি ছোড়ে। তার পরে তারা বোমাও ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপনের। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ জানায়, নিহত যুবকের নামে পূর্বস্থলী থানায় বেশ কিছু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। মাস দু’য়েক আগে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজ পেতে তল্লাশি চলছে।” ওই পুলিশ আধিকারিক জানান, ঘটনাটি রেল পুলিশের এলাকায় ঘটায় তাদের কাছেই অভিযোগ দায়ের হয়েছে। পূর্বস্থলী থানার তরফে এই ঘটনার তদন্তে রেল পুলিশকে সাহায্য করা হচ্ছে।
|
খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে রায়নার বাধগাঁছা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, নিহত যুবকের নাম অমর রাজভর। তাঁর বাড়ি বর্ধমানের গুড্স শেড রোডে। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বাধগাঁছা গ্রামের এক বধূর সঙ্গে অমরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মহিলার স্বামী গৌর সিংহ শনিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অমরকে দেখেন। তখনই তিনি ওই যুবকের গলা হাঁসুয়া দিয়ে কোপ মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুুবকটির। শনিবার রাতেই গৌরকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। |