বৈঠকে স্বাস্থ্য সচিব
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জেলার সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে শুক্রবার জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব সঞ্জয় মিত্র। বৈঠকে জেলাশাসক স্মারকী মহাপাত্র-সহ জেলা স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈটকের পর জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। তবে এদিনের বৈঠক নিয়ে তিনি সংবাদমাধ্যমে তিনি কিছু জানাতে চাননি। সদর হাসপাতাল পরিদর্শনের সময়েও সংবাদমাধ্যমকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। স্বাস্থ্যসচিব সঞ্জয় মিত্র বলেন, “আমি পরিদর্শনে এসেছি। কোনও কথা বলতে পারব না।” প্রশাসনিক সূত্রের খবর, জেলায় বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রকল্পগুলি নিয়ে নিয়ে জেলার স্বাস্থ্য কর্তাদের আরও উদ্যোগী হতে বলেন। এদিন স্বাস্থ্য সচিবের পরিদর্শনের জন্য হাসপাতাল চত্ত্বর সকাল থেকে দফায় দফায় পরিষ্কার করা হয়। সপ্তাহ খানেক আগে সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে জীবানু সংক্রমণের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুক্রবারেও অপারেশন থিয়েটারের কাজ স্বাভাবিক হয়নি। স্বাভাবিক করতে আরও তিনদিন সময় লাগবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
|
সিরাপ পাচারে গ্রেফতার চার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আলুর বস্তার নিচে এক কোটি টাকার কাশির সিরাপ বেআইনি ভাবে পাচারের সময়ে চার ব্যক্তিকে গ্রেফতার করলেন রাজস্ব গোয়েন্দা দফতরের অফিসাররা। বৃহস্পতিবার রাতে গোয়েন্দারা শিলিগুড়ির অদূরে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস এলাকা থেকে ওই সমস্ত কাশির সিরাপ আটক করেন। শুক্রবার ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তকিজুল মোল্লা, সামসের আলি, আতিকুল হক এবং আলমগীর। প্রত্যেকের বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বরে। দুটি ট্রাকে আলু বোঝাই করে তাঁরা ত্রিপুরায় নিয়ে যাচ্ছিলেন। গোয়েন্দাদের সন্দেহ, পথে তাঁরা কোথাও আলুর বস্তার নিচে প্রায় ২৭ হাজার বোতল কাশির সিরাপ বোঝাই করেন। আগাম খবর থাকায় রাজস্ব গোয়েন্দা দফতরের অফিসাররা ঘোষপুকুর ফুলবাড়ি সড়কে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক দাঁড় করিয়ে আলুর বস্তা নামানোর পরে প্লাস্টিকের আস্তরণ সরাতেই বার হয়ে পড়েন কাশির সিরাপ। এদিন শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক সন্তোষ পাঠকের এজলাসে ধৃতদের হাজির করানো হলে রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বণিক জামিনের আবেদনের বিরোধিতা করেন। রতনবাবু বলেন, “একটি বিশেষ ব্র্যান্ডের কাশির সিরাপ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় পরিবহণ করাও বেআইনি। কোথা থেকে ধৃতেরা ওই কাশির সিরাপ সংগ্রহ করেছে সেটা জানার চেষ্টা চলছে।”
|
সিপিএমের পঞ্চায়েতকে অ্যাম্বুল্যান্স দান শতাব্দীর
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সিপিএম পরিচালিত পঞ্চায়েতকে অ্যাম্বুল্যান্স দান করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শুক্রবার সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সিপিএম-তৃণমূলের সহাবস্থানও দেখলেন দুবরাজপুরের পারুলিয়া পঞ্চায়েতের বাসিন্দারা। এ দিন সাংসদ তহবিলের টাকায় ওই পঞ্চায়েতকে অ্যাম্বুল্যান্স দেওয়ার পরে শতাব্দী বলেন, “সবার আগে আমি জন প্রতিনিধি। তাই কোন পঞ্চায়েতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেটা বড় বিষয় নয়।” আর পঞ্চায়েত প্রধান, সিপিএমের রবিলাল অঙ্কুর বলেন, “দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল এখান থেকে ২০ কিমি এবং সিউড়ি সদর হাসপাতাল ১৪ কিমি দূরে। এলাকার রোগীদের সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়াটাই চরম দুর্ভোগের ছিল। সাংসদের দেওয়া এই অ্যাম্বুল্যান্স এলাকার মানুষের খুবই কাজে আসবে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ মিত্র এবং তৃণমূল নেতা স্বপন মণ্ডল বললেন, “রাজনৈতিক মতাদর্শে আলাদা অবস্থান করলেও উন্নয়ন প্রশ্নে আমরা কোনও বিভেদ করি না।”
|
ভোজ খেয়ে অসুস্থ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৪০ জন গ্রামবাসী। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে পাঁশকুড়ার বৃন্দাবনচক এলাকার বাঁকাডাঙা গ্রামে। বুধবার রাতে স্থানীয় একটি বৌভাতের অনুষ্ঠানে খেয়েছিলেন আত্মীয়, প্রতিবেশী মিলে কয়েকশো বাসিন্দা। বৃহস্পতিবার সকাল থেকে এঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্লক স্বাস্থ্য দফতরে জানানোর পর শুক্রবার সকালে গ্রামে মেডিক্যাল দল গিয়ে চিকিৎসা শুরু করে। কোলাঘাটের ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার ভঞ্জ জানান, “প্রাথমিক ভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা।” |