গৃহস্থকে মারধর করে লুঠপাট |
মাধ্যমিক পরীক্ষার্থীর কপালে বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার অলঙ্কার সহ বেশ কিছু নগদ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে উত্তর ২৪ পরগার বাদুড়িয়া থানার লবঙ্গ গ্রামের সরকারপাড়ায়। পুলিশ ঘটনার তদন্তে নামলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি লুঠ হওয়া গয়না, টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক তপন সরকার বৃহস্পতিবার রাতে স্ত্রী মালতীদেবী ও দুই মেয়েকে নিয়ে শুয়েছিলেন। রাত একটা নাগাদ ১০-১২ জনের এক দুষ্কৃতী দল তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির পিছন দিকের গ্রিলের ও কাঠের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৫-৬ জন দুষ্কৃতী। বাকিরা বাইরে পাহারায় ছিল। সশস্ত্র পাঁচ দুষ্কৃতী ঘরে ঢুকে সোজা চলে যায় তপনবাবুর দুই মেয়ের ঘরে। বড় মেয়ে প্রিয়াঙ্কা সামনের বছর মাধ্যমিক দেবে। ছোট মেয়ে ছৌমিতা তৃতীয় শ্রেণির ছাত্রী। দুষ্কৃতীরা দুই মেয়ের কপালে রিভলবার ধরে ঘর থেকে বের করে আনে। মালতীদেবী দুষ্কৃতীদের হাত থেকে মেয়েদের উদ্ধার করতে গেলে এক দুষ্কৃতী ভোজালির বাঁট দিয়ে তাঁর মাথায় মারে। স্বামীকে খুন করার হুমকি দেয়। লুঠপাট চালিয়ে ‘কাউকে কিছু বললে ফল ভাল হবে না’ হুমকি দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দিন দশেক আগে ধান বিক্রি করেছিলেন তপনবাবু। ঘরে সেই টাকা ছিল। সম্ভবত, সেই টাকার লোভেই দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়।
|
বনগাঁয় ডাকাতি, বোমায় জখম ৯ |
ভরসন্ধ্যায় সোনার দোকানে লুঠপাট চালিয়ে বোমা-গুলি ছুড়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার বনগাঁর প্রাণকেন্দ্র বাটার মোড়ের ঘটনা। গুলি কারও গায়ে না লাগলেও বোমা ফেটে একটি শিশু এবং দুই মহিলা-সহ ৯ জন জখম হন বলে পুলিশ জানিয়েছে। জখমদের বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, যশোহর রোডের ধারে ওই দোকানটি। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জনা পাঁচেক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, ছুরি নিয়ে দোকানে ঢোকে। বাইরে পাহারায় ছিল আরও কয়েকজন। মিনিট পাঁচেকের মধ্যে লুঠপাট চালিয়ে তারা বেরিয়ে আসে। এলাকার কিছু মানুষকে এগোতে দেখে দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমা-গুলি ছোড়ে। লুঠপাটের সময় দোকানে তিন জন মহিলা ক্রেতা ছিলেন। তাঁদের একজন মৌসুমি হালদার বলেন, “দুষ্কৃতীরা গলায় বন্দুক ঠেকিয়ে আমার হারও ছিনিয়ে নেয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের সব গয়না লুঠ করে।” খবর পেয়ে এলাকায় যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “প্রকাশ্যে এ ভাবে ডাকাতি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল। পুলিশ সুপারের কাছে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।” বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির বনগাঁ শাখার সহ-সম্পাদক দিলীপ মজুমদার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, “ সম্প্রতি বেশ কয়েকটি গয়নার দোকানে চুরি-ডাকাতি হয়েছে। সবাই নিরাপত্তার অভাবে ভুগছেন।”
|
নাগরদোলায় বিদ্যুৎস্পর্শে মৃত্যু |
শীতলা পুজোর মেলায় নাগরদোলার খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে অন্য একটি বালককে। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে জগদ্দলের গুড়দহ খেলার মাঠে শীতলা পুজোর মেলায়। পুলিশ জানায়, মনোজ দাস (১২) ও সৌভিক দাস (১১) নামে স্থানীয় ১ নম্বর পল্লির দু’টি বালক মেলায় গিয়েছিল। নাগরদোলার খোলা তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মনোজ। তাকে ছাড়াতে গিয়ে গুরুতর আহত হয় সৌভিক। ঘটনাস্থলেই মারা যায় মনোজ। সৌভিককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
অটোচালককে মারের অভিযোগ, অবরোধ |
মাদক পাচারের ‘মিথ্যা’ অভিযোগে অটোচালককে মারধর করেছে বিএসএফ জওয়ানেরা। এমনই অভিযোগে শুক্রবার সকালে প্রায় সাড়ে ৫ ঘণ্টা রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন সুন্দরবন অটো রিকশা ইউনিয়নের সদস্যেরা। হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জের তিন জায়গায় অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন যাত্রীরা। পুলিশ বিএসএফের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
বসিরহাটে মমতার সমালোচনায় বিমান |
বসিরহাটে জনসভায় নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান প্রান্তিক ময়দানে ওই জনসভায় বিমানবাবু বলেন, “যেখানেই যাচ্ছেন, সেখানেই উনি বলছেন গত ৩৪ বছরে রাজ্যে কিছুই হয়নি। তা হলে, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার উন্নতি করল কে?” বিমানবাবু বলেন, “মানুষের দুঃখ কষ্টের সময়ে প্রগতি উৎসব করে উনি কোটি কোটি টাকা জলে দিচ্ছেন।” |