|
|
|
|
১০০ দিনের কাজে অনিয়মের নালিশ ঘিরে কাজিয়া তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
একশো দিনের কাজের প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের নিজেদের মধ্যেই গণ্ডগোল বাধল এগরায়। তৃণমূল পরিচালিত এগরা-১ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে লোকজনকে কাজের সুযোগ না দিয়ে যন্ত্রের সাহায্যে পুকুরের মাটি কাটা ও বহনের অভিযোগ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েত এলাকার ষড়রং মৌজার ১ নম্বর বুথের পাঁচ তৃণমূল কর্মী-সমর্থক। জেলাশাসকের নির্দেশ মতো গত ২৩ মে অভিযোগের সরেজমিন তদন্তে আসেন এগরা ১-এর যুগ্ম বিডিও। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন। বিডিও জয়ন্তকুমার মল্লিক বলেন, “একশো দিনের প্রকল্পে বরাদ্দ টাকা ওই কাজের জন্য খরচ করা যাবে না বলে পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দিয়েছি।” |
|
এই মাটি কাটাকে ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র। |
ওই বুথের তৃণমূল সভাপতি কেদার জানার দাবি, “যন্ত্রের পাশাপাশি শ্রমিকেরাও কাজ করছিলেন। মাঠে বাদাম তোলার কাজ চলছে বলে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তাই পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে যন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়।” তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা প্রধান অবশ্য যন্ত্র ব্যবহারের বিষয়টি জানতেন না বলেই দাবি করেছেন।
এ দিকে, তৃণমূলকর্মী পঞ্চানন মাইতি, দেবদুলাল জানা-সহ যে পাঁচ জন প্রশাসনে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের ২৪ মে রাতে সালিশিসভায় ডেকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার এগরার মহকুমাশাসককে এই নিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন তাঁরা। আবার তাঁদের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ থানায় দায়ের করেছে তৃণমূলের বিরুদ্ধ-গোষ্ঠীও। ঘটনাচক্রে শুক্রবার দুপুরেই পটাশপুরের বহড়দা গ্রামে বাপের বাড়িতে পঞ্চাননবাবুর স্ত্রী কবিতা মাইতির (৩৫) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কবিতাদেবী স্থানীয় গ্রাম উন্নয়ন-কমিটির সদস্য ছিলেন। |
|
|
|
|
|