|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
সহজেই জীবনকে ছোঁয়া যায় |
মৃণাল ঘোষ |
কনট্রিভান্স দলটি তৈরি হয়েছিল ১৯৭৯ সালে। সম্প্রতি অ্যাকাডেমিতে এদের ৩৪তম বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হল। ১৬জন শিল্পীর মধ্যে তিন জন ভাস্কর নির্মলকুমার মল্লিক, প্রদীপ সুর ও স্বরূপ নন্দী। একমাত্র মহিলা শিল্পী তনুশ্রী ঘোষ। ভারতীয় চিত্ররীতিতে পুরাণকল্পমূলক বিষয় নিয়ে তাঁর ছবিগুলি অনবদ্য। নৃপেন নাথের ছবিতে স্বাভাবিকতা ও কল্পরূপের সুস্মিত সমন্বয়। দলের প্রবীণ সদস্য মহী পালের ছবিতে তিনি জীবনের গভীর পর্দাকে ছোঁয়া যায়। অন্যান্য শিল্পী ছিলেন অজয় দাস, স্বপন দেনরা, অনিমেষ বিশ্বাস, বিকাশ মুখোপাধ্যায়, দীপঙ্কর মুখোপাধ্যায়, জয়দীপ চট্টোপাধ্যায়, মলয় দত্ত, শ্রীমন্ত দাস, সুদীপ সাহা ও সুশান্ত রায়। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: সঞ্জীব, সন্তোষ, তুষার প্রমুখ ৩০ জুন পর্যন্ত।
অ্যাকাডেমি: সঞ্জয় দে ২৯ মে পর্যন্ত।
পরেশ, প্রদীপ প্রমুখ ২৯ মে পর্যন্ত।
সঞ্জয়, কল্যাণ প্রমুখ ২৯ মে পর্যন্ত।
বাণীচক্রের প্রদর্শনী ২৯ মে পর্যন্ত।
শ্রীপর্ণা, সোমনাথ প্রমুখ ৫ জুন পর্যন্ত।
শ্রী আর্ট গ্যালারি: ‘সামার শো’ ২৮ মে পর্যন্ত। |
|
|
|
|
|