রাতে পোশাকের আড়তে লুঠপাট |
চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও মহাত্মা গাঁধী রোডের মোড়ে তৈরি-পোশাকের একটি আড়তে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। এই ব্যাপারে আড়তের এক বরখাস্ত কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশি সূত্রের খবর, আড়তের এক কর্মীকে কিছু দিন আগে ছাঁটাই করেন মালিক। ‘দেখে নেব’ বলে হুমকি দিয়ে সে চলে যায়। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ সেই কর্মীই সঙ্গীদের নিয়ে দোতলার আড়তে ঢুকে মালিককে মারধর করে বেঁধে রেখে ক্যাশবাক্স নিয়ে পালায় বলে অভিযোগ।
|
কাশীপুর দমকল কেন্দ্রের লাগোয়া চিৎপুরের একটি গেঞ্জি কারখানায় শুক্রবার দুপুরে আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। আগুনের কারণ জানা যায়নি। কারখানার কর্মীরা জানান, যে ঘরে আগুন লাগে সেখানে ছাপার রঙ-সহ নানা রাসায়নিক মজুত ছিল। দমকল সূত্রে খবর, ছাপাখানার ভিতরে স্টোভ জেলে রান্না ও খাওয়া হত। ঘরে থালা, স্টোভ ও কড়াই মিলেছে। ওই কারখানায় অগ্নি-নির্বাপণের যথেষ্ট ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে দমকল।
|
নাগরিক পরিষেবার কাজে দলীয় কাউন্সিলরদের হেনস্থার অভিযোগে শুক্রবার মেয়রের কাছে স্মারকলিপি দিলেন পুরসভার বাম সদস্যেরা। বিরোধী নেত্রী রূপা বাগচীর অভিযোগ, তাঁদের দলের কাউন্সিলর দীপু দাস, ঝুমা দাস, দেবাংশু রায় ও রাজীব বিশ্বাসদের কাজে বাধা সৃষ্টি করছেন একদল মানুষ। তাঁদের কেউ কেউ তৃণমূল সমর্থক। তিনি বলেন, “৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জোর করে ঘোলা জল খাওয়ানো হয়েছে। ৩৪ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধির বাড়ির কল ভাঙা হয়েছে। বেলেঘাটার সরকার বাজারে অগ্নিকাণ্ডের দিন ৩ নম্বর বরোর চেয়ারম্যান রাজীব বিশ্বাসকেও মারধর করা হয়।” বিষয়টি মেয়র ও পুরসভার চেয়ারম্যানকে জানানো হয়েছে বলে রূপাদেবী জানান। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বাঞ্ছনীয় নয়। খোঁজ নেব।”
|
আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হকার সংগ্রাম কমিটি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়ে কমিটির সম্পাদক শক্তিমান ঘোষ বলেন, “২৬ মে আন্তর্জাতিক হকার দিবসে ‘জেল ভরো’ আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। কারণ বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।” শক্তিমানবাবুর দাবি, হকার সংগ্রাম কমিটির সঙ্গে আলোচনা না করে রাজ্য কোনও ‘হকার নীতি’ বা ‘আইন’ তৈরি করবে না বলে মন্ত্রী তাঁদের কথা দিয়েছেন। |