ইন্দাসের এক সিপিএম পঞ্চায়েত প্রধান ইস্তফা দিলেন। মঙ্গলপুরের পঞ্চায়েত প্রধান গোরাচাঁদ মাঝি বৃহস্পতিবার ইন্দাসের বিডিও-র কাছে ‘ব্যক্তিগত ও শারীরিক’ সমস্যার কথা উল্লেখ করে পঞ্চায়েতের প্রধান ও সদস্য- দুই পদ থেকেই ইস্তফা দেওয়ার কথা জানান। ইন্দাসের বিডিও চয়নকুমার সাহা বলেন, “সরকারি নিয়ম মেনেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” গোরাচাঁদবাবুর দাবি, “আমি শারীরিকভাবে অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যায় প্রধান ও সদস্য পদে ইস্তফা দিয়েছি।” সিপিএমের অভিযোগ তৃণমূলের ‘চাপেই’ প্রধানের ইস্তফা। যদিও তৃণমূল তা মানতে নারাজ।
|
বোলপুর টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে শুক্রবার তিন জনকে গ্রেফতার করেছে সিআরপিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি তৎকাল টিকিট, ৪০ হাজারের বেশি টাকা, কিছু সংরক্ষণ টিকিট। এ দিন বেলা ১১টা নাগাদ বোলপুরে সংরক্ষণ টিকিট কাউন্টারে যৌথ অভিযান চালায় আরপিএফ ও সিআইপি আরপিএফ। সেখান থেকে শুভজ্যোতি দত্ত প্রামাণিক, সুব্রত কর, শিবব্রত রায় নামে তিন ‘দালালকে’ ধরা হয়। ধৃতেরা সকলেই বোলপুর শহরের বাসিন্দা। আজ শনিবার তাদের বোলপুর আদালতে হাজির করানো হবে।
|
সিপিএম পরিচালিত সাঁইথিয়া হরিসড়া পঞ্চায়েতে নয় দফা দাবিতে সম্প্রতি ব্লক তৃণমূলের পক্ষে থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ১০০ দিন প্রকল্পে স্বচ্ছতা আনা, ইন্দিরা আবাস যোজনায় হওয়া ‘দুর্নীতি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কাজের ক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করা-সহ বিভিন্ন দাবি জানায় তারা। ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি সাধন মুখোপাধ্যায়ের দাবি, “দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।” পঞ্চায়েত প্রধান রানি মুর্মু বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |