পরিবহণ ধর্মঘটের জেরে চরম ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের। সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বালুরঘাট ডিপোর ঠিকা শ্রমিকদের অনশন জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে ২৪ ঘন্টার পরিবহণ ধর্মঘট পালন করে কংগ্রেস। সকাল থেকে বালুরঘাট সহ জেলার বিভিন্ন ব্লকে কংগ্রেস কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে। ফলে সরকারি এবং বেসরকারি বাস রাস্তায় চলাচল করতে পারেনি। রাস্তায় অটো পর্যন্ত চলাচল করেনি। হিলি, বংশীহারী, তপন ব্লক থেকে রাস্তা অবরোধের অভিযোগে পুলিশ ৮০ কংগ্রেস সমর্থককে গ্রেফতার করে। পরে তাঁদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “প্রশাসনের তরফে আন্দোলনকারী ঠিকা শ্রমিকদের ৬ জনকে বালুরঘাট হাসপাতালে আটকে রাখা হয়েছে। অবিলম্বে ছাঁটাই ওই কর্মীদের পুনর্বহাল করা না হলে জেলা জুড়ে বন্ধ ডাকব।” এদিন বালুরঘাটে এনবিএসটিসির ডিপোর সামনে কংগ্রেসের অবস্থান বিক্ষোভের ফলে সমস্ত সরকারি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বালুরঘাট স্টেশন থেকে শহরে পৌঁছনোর কোনও অটো, ট্যাক্সি ছিল না। প্রচণ্ড গরমের মধ্যে প্রায় ৩ কিমি রাস্তা হেঁটে রেল যাত্রীদের শহরে পৌঁছতে হয়। ভোগান্তির বিষয়ে জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “পরিবহন ধর্মঘটে মানুষ অসুবিধায় পড়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতের পথে না যাওয়ার সিদ্ধান্ত ছিল।”
|
হাসপাতালের মধ্যেই এক মহিলা স্বাস্থ্যকর্মীর মাথায় আঘাত করে গলার হার ছিনিয়ে পালাল এক দুষ্কৃতী। সোমবার সকালে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রের খবর, জখম ওই স্বাস্থ্যকর্মী সুভদ্রা রায়ের মাথায় ছয়টি সেলাই পড়েছে। তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেডিক্যাল কলেজের মধ্যে পুলিশ ক্যাম্প থাকার পরেও কীভাবে বর্হিবিভাগে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার হিমাদ্রি আড়ি বলেন, “ওই ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” বিষয়টি জেলা পুলিশ সুপারকে দেখার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার ঝরিয়াত। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “হাসপাতাল থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীকে ধরতে তল্লাশি শুরু হয়েছে।” মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্হিবিভাগ সকাল ৯টায় খোলা হয়। বর্হিবিভাগের চর্ম ও যৌন বিভাগের ঘর খুলতে যান সুভদ্রাদেবী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভাগের তালা খোলার সময় তাঁর পিছন থেকে ওই দুষ্কৃতী ওই যুবক লোহার কিছুনিয়ে তাঁর মাথার পিছনে আঘাত করে। সুভদ্রাদেবী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই ওই যুবক তাঁর হারটি ছিনিয়ে নেয়। বর্হিবিভাগের কয়েকজন কর্মী ওই যুবককে ধরতে তাড়া করেন। বর্হিবিভাগের বাইরে সেই সময় বাইক নিয়ে ওই দুষ্কৃতীর আরেক সঙ্গী দাঁড়িয়ে ছিলেন। তাতে চেপেই ওই দুষ্কৃতী পালায়।
|
পণের দাবিতে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে বালুরাঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের খিদিরপুর পালপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম মিতা সরকার। দুই বছরের শিশুকন্যাকে নিয়ে প্রতিবেশীদের সাহায্যে প্রাণে বাঁচেন। এর পরে স্থানীয় কাউন্সিল সিপিএম কাউন্সিল শিশির দে’র সাহায্যে থানায় অভিযোগ জানান। কাউন্সিলার শিশিরবাবু বলেন, “দীর্ঘদিন ধরে পণের দাবিতে ওই মহিলার উপর অত্যাচার করা হচ্ছে। পাড়ার আলোচনা করেই মীমাংসা হয়নি।” ওই মহিলার অভিযোগ, “কন্যা সন্তান হওয়ার পর থেকেই অত্যাচার শুরু হয়েছে। পণের দাবিতে মারধর করা হয়।”
|
যুব কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে তৃণমূলের একাংশ চেষ্টা করছে বলে অভিযোগ করলেন মালদহের কংগ্রেস সাংসদ প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর। সোমবার মালদহ স্টেশন রোডে রাজীব গাঁধীর ২৩তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পুরনো সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, “সামনে পুরসভার উপ নিবার্চন। যুব কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। মামলার ভয়ে অনেকেই যুব কংগ্রেস ছেড়ে দিয়েছেন।” তিনি জানান, সব কিছু যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকে জানানো হয়েছে। এমনকী, রাহুল গাঁধীকেও তিনি জানিয়েছেন বলে মৌসমের দাবি। তবে, কোথায়, কী ভাবে তাঁদের সংগঠনের কর্মীদের ফাঁসানো হয়েছে, সেই ব্যাপারে স্পষ্ট তথ্য-পরিসংখ্যান দিতে পারেননি তিনি। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস হামলার রাজনীতি বন্ধ না করলে যুব কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছেন তিনি।
|
২৬ মে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য পদে অসিত দাসের মেয়াদকাল শেষ হচ্ছে। কিন্তু এখনও তাঁর উত্তরসূরির নাম ঠিক না হওয়ায় পরবর্তী উপচার্য কে হচ্ছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অসিতবাবুর উত্তরসূরি হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপকদের কাউকে বেছে নেওয়া হতে পারে বলে কর্মী ও প্রশাসনিক কর্তাদের একাংশের ধারণা। উপাচার্য অসিত দাস বলেন, “২৬ মে আমার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। কে পরবর্তী উপাচার্য হবেন তা নিয়ে এখনও কোনও নির্দেশ পাইনি।” বিশ্ববিদ্যালয়ের তৃণমূল প্রভাবিত ইউনির্ভাসিটি টিচার্স কাউন্সিলের সহকারী সম্পাদক সুনীল ঘোষ বলেন, “রাজ্য সরকার নয় জন অধ্যাপকের তালিকা চাওয়ায় এখানকারই কেউ উপাচার্য হতে পারেন বলে আমরা আশা করছি।”
|
গরুর গাড়ির চাকায় চাপা পড়ে বাছুরের মৃত্যুকে কেন্দ্র করে দুই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। মালদহের চাঁচলের যদুপুর এলাকায় সোমবার বিকালে। দুই পক্ষই একে অন্যকে লক্ষ করে অন্তত ২০টি বোমা ছোড়ে বলে অভিযোগ। তবে হতাহতের খবর নেই। পুলিশ জানিয়েছে, এদিন সকালে যদুপুরের এক বাসিন্দা গরুর গাড়িতে করে ধান বোঝাই করে যাচ্ছিলেন। রাস্তায় চাকায় চাপা পড়ে বাছুরটি মারা যায়। ওই বাছুরটি রামপুরের এক বাসিন্দার। |