নিয়মিত পেনশন এবং অবসরকালীন আর্থিক সুবিধা দেওয়ার দাবিতে আন্দোলনে নামল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশন। সোমবার কয়েকশো সদস্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারকে ঘেরাও করে স্মারকলিপি দেন। জুন মাসের প্রথম সপ্তাহে নিয়মিত পেনশন চালু করে অবসরকালীন সুবিধা দেওয়া না হলে অ্যাসোসিয়েশনের তরফে আমরণ অনশনের হুমকিও দেওয়া হয়। নিগমের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা বলেন, “অ্যাসোসিয়েশনের দাবিপত্র কর্তৃপক্ষকে জানানো হবে।” অ্যাসোসিয়েশনের অভিযোগ, গত ফ্রেব্রুয়ারি মাস থেকে নিগমের ২ হাজার ৬০০ জন অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পাচ্ছে না। এর আগে ২০১১ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের অর্ধেক পেনশন দেওয়া হয়েছে। নিগমের নির্দেশে ২০১১ সালের অক্টোবর মাসে ১১২ জন অবসরপ্রাপ্ত কর্মী লাইফ সার্টিফিকেট জমা দিলেও পেনশন পায়নি। সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানানো হলেও গ্র্যাচুয়িটি, লিভ স্যালারি ও পেনশন বিক্রির টাকা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। অ্যাসোসিয়েশন সম্পাদক শ্যামাপদ অধিকারী বলেন, “অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন ও বকেয়া আর্থিক সুযোগ সুবিধা না পেয়ে আর্থিক সঙ্কটে ভুগছে। অনেকে সংসার চালাতে পারছে না। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিয়মিত পেনশন চালু করে অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া না-হলে আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হব।” নিগম সূত্রে জানা গিয়েছে, কার্তিকচন্দ্র বর্মন নামে এক অবসরপ্রাপ্ত কর্মীর দায়ের করা মামলার ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট নিগম কর্তৃপক্ষকে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়মিত পেনশন দিতে নির্দেশ দেয়। রায়গঞ্জ ডিপোর কর্মী কার্তিকবাবু ২০০৯ সালের মার্চ মাসে অবসর নিয়েছেন। তিনি বলেন, “বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা ছাড়াও স্ত্রী, ছেলেমেয়ে ও ভাই আছে। গত এক বছর ধরে নিয়মিত পেনশন না পেয়ে সংসার চালাতে পারছি না। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।” |