পুরসভার দাবিতে সই সংগ্রহ
দূরপাল্লার ট্রেনের স্টপ চায় ময়নাগুড়ি
মাইক বাজিয়ে ডেকে আনতে হয়নি। স্কুল-কলেজ পড়ুয়া থেকে বৃদ্ধ প্রত্যেকে ভিড় করে রাস্তার পাশে ঝোলানো ফ্লেক্সে সই করলেন। ফিরে যাওয়ার সময় কেউ উগরে দিলেন অভিমান---‘কয়েক মাস পরে পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যে নতুন সরকার ব্যবস্থা-না নিলে সেই তিমিরে পড়ে থাকতে হবে।’ কেউ জানালেন হতাশার কথা, ‘দূরপাল্লার ট্রেন কেন আমরা পাব না সেটা বুঝতে পারছি না।’ পুরসভা ও রেল স্টপের দাবিতে সোমবার ময়নাগুড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে সই সংগ্রহ শিবিরের ছবি। পথচারীদের উৎসাহ দেখে দলের ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল বলেন, “ভাবতে পারিনি এতটা সাড়া পাব।” ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় তৈরি শিবিরে এ দিন চারটি ফ্লেক্স ঝোলানো হয়। দুটি পুরমন্ত্রীর উদ্দেশ্যে লেখা‘অবিলম্বে ময়নাগুড়িকে পুরসভা ঘোষণা করুন।” অন্য দুটি ফ্লেক্স রেলমন্ত্রীর উদ্দেশ্যে। সেখানে লেখা‘নিউ ময়নাগুড়িতে উত্তরবঙ্গ এক্সপ্রেস, নর্থ-ইষ্ট এবং বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের স্টপের ব্যবস্থা করুন।” সকাল ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে ওই দু’টি দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রায় দেড় হাজার বাসিন্দা ফ্লেক্সে সই করেন। গরমের জন্য দুপুরে ভিড় কমলেও বিকেলে মনিকা দে, সবিতা ঘোষের মতো বধূরা কলম চেয়ে শিবিরের দিকে এগিয়ে যান। তাঁরা বলেন, “ময়নাগুড়ির সার্বিক উন্নয়নের জন্য দুটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সই করলাম।”
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক।
শিবিরে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সম্পাদক নির্মল ঘোষ দস্তিদার। তাঁর অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামোতে ময়নাগুড়ির প্রায় ৬ বর্গ কিলোমিটার এলাকায় উন্নয়নের কাজ সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হলেও জোর করে ওই এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। এ দিকে কয়েক দশকে ময়নাগুড়ি এলাকা কলেবরে অনেক বেড়েছে। কিন্তু রেল যোগাযোগের কোনও উন্নতি না হওয়ায় ক্ষোভ বেড়েছে। বাসিন্দারা এ দিন সই করে তাঁদের ক্ষোভের কথা জানালেন বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। তাঁরা জানান, ময়নাগুড়িকে পুরসভায় উন্নীত করার দাবিতে গত দেড় দশকে প্রচুর আন্দোলন হয়েছে। কিন্তু লাভ হয়নি। সরকার পরিবর্তনের পরে দলের তরফে পুরমন্ত্রী ববি ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে দাবির কথা জানানো হয়। জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা বিধানসভায় ময়নাগুড়ির বাসিন্দাদের দাবির কথা তুলে ধরেন। কিন্তু এর পরেও প্রশাসনের তরফে পুরসভা গঠনের বিষয়ে কোনও তৎপরতা না দেখে ফের আন্দোলনে নামেন তাঁরা। ওই আন্দোলনের প্রাথমিক কর্মসূচি হিসেবে এ দিন শিবির করে বাসিন্দাদের সই সংগ্রহ করা হয়। ব্লক কংগ্রেস সম্পাদক পল্লব সরকার বলেন, “সাধারণ মানুষের সই করা ফ্লেক্সগুলি পুরমন্ত্রী ও রেলমন্ত্রীকে পাঠানো হবে। আমরা পুরমন্ত্রীর কাছে পঞ্চায়েত নির্বাচনের আগে ময়নাগুড়িকে পুরসভা ঘোষণার দাবি জানাব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.