|
|
|
|
পুর-সচিব আলাপনের হাতে শিল্প দফতরও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের নতুন শিল্প-সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এত দিন এই দায়িত্ব ছিল স্বরাষ্ট্র-সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের হাতে।
আলাপনবাবু ছিলেন পুর দফতরের সচিব, একই সঙ্গে শ্রম-সচিবের অতিরিক্ত দায়িত্বও ছিল তাঁর। নতুন শিল্প-সচিব আলাপনবাবু পুর-সচিবের বাড়তি দায়িত্বও সামলাবেন বলে সোমবার মহাকরণ-সূত্রে জানা গিয়েছে। শ্রম দফতরের ভার তাঁর হাতে থাকছে না। রাজ্যের নতুন শ্রম-সচিব হচ্ছেন রমেশ কুমার, যিনি আন্তঃরাজ্য ডেপুটেশনে অন্ধ্রে ছিলেন। রাজ্য প্রশাসনের সচিব পদে আরও একটা বদল হয়েছে। নতুন তথ্যপ্রযুক্তি দফতরের সচিব হচ্ছেন এন সুব্বাইয়া। তিনি ডেপুটেশনে দিল্লিতে ছিলেন। এবং এত দিন এটিও বাসুদেববাবুর অধীনে ছিল।
মহাকরণের খবর: গত ১ এপ্রিল বাসুদেববাবু স্বরাষ্ট্র-সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন শিল্প-সচিবের খোঁজ শুরু হয়েছিল। কারণ, শিল্প ও তথ্যপ্রযুক্তি দফতরের ভার ছিল তাঁরই হাতে। স্বরাষ্ট্র-সচিবের মতো গুরু দায়িত্বের পাশাপাশি এই দু’টির ভার সামলানো তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। প্রথমে ঠিক হয়, টি বোর্ডে কর্মরত অত্রি ভট্টাচার্যকে ওই পদে আনা হবে। রাজ্য সরকার গোটা এপ্রিল মাসটা তাঁর অপেক্ষায় থাকে। কিন্তু পরে জানা যায়, অত্রিবাবু মে মাসেও দিল্লি থেকে ‘ছাড়পত্র’ পাচ্ছেন না। ফলে রাজ্য সরকারের কাজে ফিরে আসতে তাঁর আরও সময় লাগবে। এই অবস্থায় আরও দু’জনের নাম নিয়ে সরকারি মহলে আলোচনা হয়। শেষ পর্যন্ত আলাপনবাবুর নাম চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সন্ধ্যায় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। |
|
|
|
|
|