|
|
|
|
গৃহযুদ্ধ তুঙ্গে, জেলায় ‘বিপাকে’ ফব রাজ্য নেতৃত্ব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ক্ষমতা হারানোর পরে ঘর গোছাতে দলীয় সম্মেলন-পর্ব এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। কিন্তু সেই ঘর গোছানোর কাজ করতে গিয়ে গৃহযুদ্ধ আরও চরমে উঠছে! দলে গোষ্ঠী-কোন্দলের জেরে ঘোষিত সময়ে সম্মেলনের প্রক্রিয়া আদৌ শেষ করা যাবে কি না, তা নিয়েই ফ ব-র অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে!
সম্মেলনের কাজ শুরুর আগে সসদ্যপদ নবীকরণের প্রক্রিয়া জুন মাসের মধ্যে সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল ফ ব-র রাজ্য কমিটিতে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সদস্যপদ নবীকরণের কাজ করতে গিয়েও জেলায় জেলায় তুমুল বিবাদ বাধছে! বর্ধমান জেলায় গিয়ে সোমবারই তার হাতে-গরম নমুনা টের পেয়েছেন রাজ্য সম্পাদকমণ্ডলীর তিন সদস্য জয়ন্ত রায়, নরেন চট্টোপাধ্যায় ও হাফিজ আলম সৈরানি। জয়ন্তবাবুর পুরনো দল জনবাদী ফরওয়ার্ড ব্লকের কিছু কর্মীকে ফ ব-য় অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলে এ দিন তিন রাজ্য নেতার উপস্থিতিতেই প্রতিবাদে ফেটে পড়েন এক প্রাক্তন বিধায়কের নেতৃত্বে দলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ। জয়ন্তবাবু পাল্টা যুক্তি পেশ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দলীয় সূত্রের খবর। দলের জেলা কার্যালয়েই চেয়ার-টেবিল উল্টে বৈঠক প্রায় রণক্ষেত্র তৈরির উপক্রম হচ্ছে দেখে রাজ্য নেতারা বর্ধমানে সদস্যপদ নবীকরণের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। রাজ্য সম্পাদক অশোক ঘোষের সঙ্গে কথা বলে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জেলা নেতৃত্বকে জানিয়েছেন।
জয়ন্তবাবু ফ ব-য় ফিরে আসার সময়েই জনবাদী ফরওয়ার্ড ব্লককে ফ ব-র সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু জনবাদী ফরওয়ার্ড ব্লকের যে সব কর্মীদের তালিকা ফ ব-য় অন্তর্ভুক্তির জন্য পেশ করা হচ্ছে, তার মধ্যে বেশ কিছু নাম নিয়ে স্থানীয় স্তরে ফ ব-র নেতা-কর্মীরা আপত্তি তুলছেন। ফ ব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, “জনবাদী ফরওয়ার্ড ব্লক থেকে কাদের দলে ফেরানো হবে, তা কেন উপর থেকে চাপিয়ে দেওয়া হবে, তা নিয়ে অনেক জেলাতেই প্রশ্ন তুলছেন স্থানীয় নেতারা। তালিকায় অনেক ক্ষেত্রে বিভ্রান্তিও হচ্ছে। এ সবের জেরে যা পরিস্থিতি, তাতে সম্মেলন-পর্ব সম্পূর্ণ করা নিয়ে কোনও নিশ্চয়তা নেই!”
বর্ধমান জেলাকে সাংগঠনিক ভাবে ভেঙে গ্রামীণ ও শিল্পাঞ্চল নামে দু’টি জেলা গঠন করে দু’টি অ্যাড-হক কমিটি করা হয়েছিল। কিন্তু জেলায় বিবাদের জেরে কিছু দিন আগেই বর্ধমান গ্রামীণের ২২ জনের অ্যাড-হক কমিটি ভেঙে ১১ জনের নতুন একটি অ্যাড-হক কমিটি করা হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপই যে কোন্দল মেটাতে পারছে না, এ দিনের ঘটনাতেই তা স্পষ্ট! দলীয় সূত্রের খবর, জনবাদী ফরওয়ার্ড ব্লক সংক্রান্ত সমস্যার জন্যই মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় সমস্যা ঘনীভূত। অন্যান্য কারণেও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলির মতো জেলায় গোষ্ঠী-বিবাদ নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফ ব-র রাজ্য নেতৃত্ব।
|
উচ্চ মাধ্যমিকের ফল জুনের প্রথম সপ্তাহে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে জুনের প্রথম সপ্তাহে। পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। সাত লক্ষ ৩৪ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী এ বার ওই পরীক্ষা দিয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, ৪ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। যদিও সংসদ-সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় সোমবার বলেন, “ফল বেরোনোর তারিখ চূড়ান্ত হয়নি।” মাধ্যমিকের ফল এ মাসের শেষে বেরোবে বলে আগেই জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চৈতালি দত্ত। |
|
|
|
|
|