|
|
|
|
ফল আলিম-ফাজিলেরও |
হাই মাদ্রাসায় প্রথম দু’টি স্থানেই ছাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেধা-তালিকা ফিরল মাদ্রাসা পর্ষদের পরীক্ষায়। এবং হাই মাদ্রাসার মেধা-তালিকায় প্রথম দু’টি স্থানের দখল নিল দুই ছাত্রী। সেখানেই শেষ নয়। মেধা-তালিকায় রয়েছে আরও কয়েক জন ছাত্রীর নাম। সোমবার হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল বেরিয়েছে। তিনটি পরীক্ষাতেই ১০০ জন করে মোট ৩০০ জনের মেধা-তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ।
এ বছর হাই মাদ্রাসায় যুগ্ম ভাবে প্রথম হয়েছে মনিকা বেগম এবং আমাদুল্লা এস কে। দ্বিতীয় জ্যোৎস্না খাতুন। ষষ্ঠ স্থানে রয়েছে রূপালি খাতুন নামে আর এক ছাত্রী।
এ বছর হাই মাদ্রাসায় পাশের হার ৭৭.৮০ শতাংশ আর আলিমে ৭৭.৪০ শতাংশ। দু’টি ক্ষেত্রেই পাশের হার গত বারের থেকে সামান্য বেড়েছে। হাই মাদ্রাসায় ছাত্রদের পাশের হার ৮৪.১৭ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৭৪.৫০%। আলিমে ছাত্র এবং ছাত্রীদের পাশের হার যথাক্রমে ৮৬.৪৬ শতাংশ এবং ৬৬.৭৪ শতাংশ। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলির প্রতিনিধিদের হাতে এ দিনই মার্কশিট ও শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে বলে জানান পর্ষদ সভাপতি গিয়াসউদ্দিন সিদ্দিকী। যাঁরা কম্পার্টমেন্টাল পেয়েছেন, তাঁদের ‘মিড-টার্ম’ পরীক্ষা ও বহিরাগত পরীক্ষার্থীদের টেস্ট শুরু হবে ৩ জুলাই। মিড-টার্মের আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩১ মে পর্যন্ত। সোমবার বহিরাগতদের টেস্টের আবেদনপত্র পূরণ শুরু হয়েছে। ৬ জুন পর্যন্ত তা করা যাবে। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে ফাজিলেও। ওই পরীক্ষায় এ বার পাশের হার ৭৭.৫৯ %। |
হাই মাদ্রাসার প্রথম পাঁচ |
প্রথম: আমাদুল্লা এসকে (৭৩২), এনএমএস হাই মাদ্রাসা এবং
মনিকা বেগম (৭৩২), যাত্রাডাঙা কে বি হাই মাদ্রাসা।
দ্বিতীয়: জ্যোৎস্না খাতুন (৭২৩), আমিবাদ হাই মাদ্রাসা।
তৃতীয়: শহিদুল্লাহ (৭২২), শুক্রাবাড়ি আবুল কাসেম হাই মাদ্রাসা।
চতুর্থ: মহম্মদ হেলাল (৭১৯), তহাগাতি হাই মাদ্রাসা।
পঞ্চম: নাওয়ারজিস আরিফ (৭১৬),হরিপুর হাই মাদ্রাসা। |
আলিমে প্রথম পাঁচ |
প্রথম: আমিনুর রহমান মণ্ডল (৭৬৮), ফুরফুরা ফতিহা সিনিয়র মাদ্রাসা।
দ্বিতীয়: খাজিরুল ইসলাম (৭৫৮), গদাং হুজুরিয়া সিনিয়র মাদ্রাসা।
তৃতীয়: মুন্সি জাকির হাসান (৭৫৭), সিতাপুর এনডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা।
চতুর্থ: আসিকুর রহমান (৭৫২), গদাং হুজুরিয়া সিনিয়র মাদ্রাসা।
পঞ্চম: মমতাজুর রহমান খান (৭৫১), ইসলামনগর নসরুল উলম সিদ্দিকিয়া। |
|
|
|
|
|
|