টুকরো খবর
সাহেববাঁধ নিয়ে কাটল না জট
সাহেববাঁধের আয়তন কমে যাওয়া নিয়ে বিতর্কের জট খুলল না জেলাশাসক, পুরপ্রধান ও মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের বৈঠকে। সম্প্রতি পুরুলিয়ায় বৈঠকে বসেছিলেন এমইডি-র চিফ ইঞ্জিনিয়র কৌশিক দাস, জেলাশাসক অবনীন্দ্র সিংহ ও পুরুলিয়ার পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়। সাহেববাঁধ সংস্কার করতে গিয়ে বাঁধ থেকে তোলা মাটি পাড়ের একাংশে ফেলা নিয়ে বিতর্কের সূত্রপাত। জেলাশাসক বলেন, “এমইডি পরিকল্পনা নিয়েছে, জলাভূমির যে অংশে মাটি ফেলা হচ্ছে, সেখানে রিড বেড পদ্ধতির মাধ্যমে অথাৎ সারি দিয়ে গাছ লাগিয়ে বাইরের জল পরিশোধন করে বাঁধে ফেলা হবে। যে ধরনের গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, তা এখানকার আবহাওয়ায় বাঁচবে কি না তা জানা জরুরি। তাই এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে। তাঁরাই ওই বিষয়টি খতিয়ে দেখবেন।” তিনি জানান, আপাতত রিড বেড তৈরির কাজ বন্ধ রয়েছে। সাহেব বাঁধ সৌন্দর্য্যায়ন কমিটির চেয়ারম্যান তথা পুরপ্রধান বলেন, “সাহেববাঁধ যতটা কম ভরাট করে দূষণ কমানো যায়, সে জন্য কমিটির কাছে প্রস্তাব দেব।” উল্লেখ্য, ২০১০ সালে কেন্দ্রীয় সরকারের পরিবেশ দফতর পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সরোবরকে জাতীয় সরোবর হিসেবে ঘোষণা করে। এখানকার জল পানীয় জল হিসেবে ব্যবহার করা হলেও দূষণও বাড়ছিল। কেন্দ্র সরকার সাহেববাঁধ সংস্কারের জন্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে। সংস্কারের দায়িত্ব পেয়েছে এমইডি। কিন্তু বাঁধের উত্তর-পশ্চিম দিকে জলাভূমির কিছুটা মাটি দিয়ে ভরাট করানো নিয়ে আপত্তি ওঠে। এ নিয়ে জেলাশাসকও রাজ্যের পরিবেশ দফতরকে চিঠি দিয়েছিলেন।

জিতল তৃণমূল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। রবিবার ইঁদপুর ব্লকের সোনারডাঙা জুনিয়ার হাইস্কুল ও হিড়বাঁধ ব্লকের মশিয়াড়া হাইস্কুলে ভোট হয়। ওই দুটি স্কুলেই ফের জয়ী হয়েছে তৃণমূল। সোনারডাঙা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধিদের ৩টি আসনের সব ক’টিতে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। অন্যদিকে, মশিয়াড়া হাইস্কুলের অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনের মধ্যে ৫টিতে তৃণমূল ও ১টি আসনে সিপিএম প্রার্থী জয়ী হয়েছেন। সোনারডাঙা হাইস্কুলে তৃণমূল, সিপিএম ও বিজেপির মোট ৭ জন প্রার্থী ছিলেন। মশিয়াড়া হাইস্কুলে সিপিএম, তৃণমূল, ঝাড়খণ্ড পার্টি ও কংগ্রেসের মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরিষেবা চালু
পুরুলিয়া জেলায় সোমবার থেকে শুরু হল চাইল্ড লাইন পরিষেবা। জেলাপরিষদ প্রেক্ষাগৃহে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। এই পরিষেবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রেয়সী পত্রনবীশ জানান, কোনও শিশু কোথাও বিপন্ন বা তাকে দেখভালের কেউ নেই অথবা পথে পড়ে রয়েছে এ রকম দেখা গেলে যে কোনও ব্যক্তি ১০৯৮ নম্বরে ফোন করে জানাতে পারেন। এই সংস্থা ঐ শিশুর সুরক্ষার জন্য পরিষেবা দেবে। শান্তিরামবাবু বলেন, “শিশু যে অবস্থাতেই থাক না কেন তার সুরক্ষার জন্য সচেতন হতে হবে।”

গলা কাটা দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার করল পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। রবিবার বিকেলে এই থানা এলাকার কড়াডি গ্রামের অদূরে জিতুকানালি জোড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জোড়ের চরে বালির নীচে মৃতদেহটি চাপা দেওয়া ছিল। একটি পা দেখা যাচ্ছিল। স্থানীয় মানুষজন তা দেখতে পেয়ে থানায় খবর দেন। কাছেই ঐ জোড়ের চরেই বালির নীচ থেকে একটি কাটা মাথাও পাওয়া যায়। ওই মাথাটি অজ্ঞাতপরিচয় ওই মহিলার বলেই পুলিশ জানিয়েছে। দেহের কাছাকাছি একটি ব্যাগ পাওয়া যায়। চিরুনি, জুতো, মিষ্টি ছিল। পুলিশ জানায়, দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু হয়েছে।

রাজীব গাঁধী স্মরণে মিছিল
বিষ্ণুপুরে শুভ্র মিত্রের তোলা ছবি।
রাজীব গাঁধীর ২১তম প্রয়াণ দিবস উপলক্ষে বিষ্ণুপুর ও বাঁকুড়া শহরে মিছিল করল জেলা কংগ্রেস। বিষ্ণুপুর শহর কংগ্রেস সভাপতি উদয় চক্রবর্তীর নেতৃত্বে বৈলাপাড়া থেকে সোমবার একটি মিছিল বোলতলায় যায়। সেখানে রাজীব গাঁধীর মূর্তিতে মালা দিয়ে শহর পরিক্রমা করে মিছিলটি। অন্য দিকে, বাঁকুড়া শহরে মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা কমিটির কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়বাজারে রাজীব গাঁধীর মূর্তিতে মালা দেন অরূপবাবু। এর পরেই তিনি পঞ্চায়েত নির্বাচনের জন্য এ দিন থেকেই কর্মীদের সক্রিয় হবার আবেদন জানান।

গ্রেফতার ১০
অভিযান চালিয়ে পুরুলিয়া শহরের বাইরে বিভিন্ন রাস্তার উপরে থাকা ধাবা ও ঠেক থেকে এক হাজার লিটার বেআইনি মদ উদ্ধার করল পুলিশ। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মূলত পুরুলিয়া মফস্সল থানা এলাকার বিভিন্ন ধাবায় অতর্কিতে অভিযান চালাতে শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।

শংসাপত্র প্রদান
জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে সোমবার পুঞ্চাতে হস্তশিল্পীদের শংসাপত্র ও সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। এ দিন পুঞ্চা ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জন হস্তশিল্পী হাজির ছিলেন। জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার (ক্রেডিট) গৌতম চৌধুরী জানান, এইসব শিল্পীরা স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন। অনুষ্ঠানে হাজির ছিলেন মানবাজারের বিধায়ক সন্ধ্যারানী টুডু, পুঞ্চার যুগ্ম বিডিও শতদল দত্ত প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.