টুকরো খবর
দেওয়াল চাপা পড়ে মৃত্যু
নিজের নির্মীয়মাণ বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানার পশ্চিম দেবীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নীলিমা জানা (৩৫)। তিনি গ্রামের সিপিএম পঞ্চায়েত সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ নীলিমা দেবীর বাড়ির ইটের দেওয়াল তৈরির কাজ চলচিল। সেই সময় তিনি দেওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎই হুড়মুড়িয়ে দেওয়াল তাঁর উপরে ভেঙে পড়ে। তিনি চাপা পনেন। পরে তাঁরে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

প্রতারণার অভিযোগে ধৃত
প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ আলি খানের বাড়ি বাদুড়িয়া থানার মাগুরখালি গ্রামে। পুলিশ জানায়, কয়েক মাস আগে স্থানীয় রুদ্রপুরে টাকা বিনিয়াগ করলে তা দ্বিগুণ বা তার বেশি করার প্রতিশ্রুতি দিয়ে একটি কোম্পানি খোলেন এক ব্যক্তি। ওই কোম্পানিতে ১০ হাজার টাকা লগ্নি করলে সামান্য সুদের বিনিময়ে ৫০,০০০ টাকা এবং ২০ হাজার টাকা রাখলে একই সময় পর ১ লাখ টাকা লোন মিলবে বলে প্রচার করা হয়। বহু বাসিন্দা বেশি টাকা পাওয়ার আশায় সেখানে লগ্নি করেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা না পেয়ে অনেক গ্রাহক ওই ব্যক্তির বিরুদ্ধে বাদুড়িয়া থানায় প্রতারণার অভিযোগ করেন। তদন্তে নেমে গ্রামের বাড়ি থেকে সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে। কোম্পানিও বন্ধ করে দিয়েছে পুলিশ।

মগরাহাটে ট্রেন থেকে পড়ে মৃত্যু
ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব রেলের ডায়মন্ড হারবার-শিয়ালদহ শাখায় মগরাহাট স্টেশনের কাছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজকুমার পুরকাইত (৩৫)। বাড়ি স্থানীয় সর্বানন্দপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ মগরাহাট স্টেশন থেকে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহগামী ওই ট্রেনে ওঠেন ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি দরজার কাছে ঝুলছিলেন। ট্রেন স্টেশন ছাড়ার কিছু পরেই হাত ফসকে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মগরাহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাজকুমারবাবুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

ডাকাতির ঘটনায় ধৃত
ডাকাতির ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম পালান করন। বাড়ি হাসনাবাদের খড়মপুর গ্রামে। ধৃতের কাছ থেকে ডাকাতি হওয়া অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তাকে জেরা করে ঘটনায় জড়িত ছ’জনের ডাকত দলটিকে চিহ্নিত করা গিয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ছ’জনের একটি দুষ্কৃতী দল মোটরবাইকে এসে মিনাখাঁর শিরীষতলা বাজারে সুজয় কর্মকারের সোনার দোকানে হামলা চালায়। ব্যবসায়ীর মাথায় রিভলবার ঠেকিয়ে কয়েক হাজার টাকা ও অলঙ্কার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রাতেই তদন্তে নামে পুলিশ। ভোর রাতে পালানের বাড়িতে যায় পুলিশ। পুলিশের দাবি, তার খাটের নীচে মাটি খুঁড়ে ডাকাতির অলঙ্কার মেলে।

বিদ্যুতের দাবিতে পথ অবরোধ
বার বার আবেদনেও গ্রামে বিদ্যুৎ না আসায় পথ অবরোধ করে লবিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার সকালে ক্যানিংয়ের জীবনতলার কুমিরমারি গ্রামের মানুষ প্রায় ৯ ঘণ্টা কুমিরমারি বাজারে কাছে জীবনতলা যাওয়ার রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলে। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ আসেনি। এক সময় বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটিও পোতা হয়। কিন্তু ওই পর্যন্তই, আজও এলাকার মানুষ আলোর মুখ দেখেননি। স্থানীয় আয়ুব মোল্লা, দোবার মোল্লারা বলেন, “বহু আবেদন করেছি। কিন্তু কে কার কথা শোনে। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে করেছি।” বিদ্যুৎ বণ্টন কোম্পানির তরফে বলা হয়েছে, কী করাণে ওই জায়গায় বিদ্যুৎ সংযোগ সদিতে দেরি হচ্ছে তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখতে বলা হয়েছে।”

স্মরণসভা
সম্প্রতি গাইঘাটার মণ্ডলপাড়ায় যশোহর রোডের ধারে ‘কাঠচোর’দের কাটা গাছের ডাল অটোরিকশার উপরে পড়ায় যে চার জনের মৃত্যু হয়েছিল, তার মধ্যে ছিলেন বনগাঁর সাংস্কৃতিক কর্মী বৈশাখী চট্টোপাধ্যায়। রবিবার বনগাঁ নাট্যচর্চা কেন্দ্র এবং বনগাঁর সাংস্কৃতিক কর্মীদের মিলিত উদ্যোগে শহরের একটি হলে বৈশাখীদেবীর স্মরণসভা হয়ে গেল। সেই সভায় কবি বিভাস রায়চৌধুরী বলেন, “বৈশাখীদেবীর মৃত্যু দুর্ভাগ্যজনক। সকলে মিলে অবৈধ ভাবে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।”

বিদ্যুৎস্তম্ভ ভেঙে মৃত্যু
বিদ্যুৎস্তম্ভ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ররিবার রাতে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম করবী হালদার ওরফে পল্লবী (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ করবীদেবী পাড়ার নলকূপ থেকে জল আনতে গিয়েছিলেন। সেই সময় প্রচণ্ড ঝড় ওঠে। রাস্তার পাশে থাকা একটি বিদ্যুৎস্তম্ভ উপড়ে করবীদেবীর উপরে পড়ে। ঘটনস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্কুলভোটে জয়ী তৃণমূল
স্কুলের অভিভাবক পরিচালন কমিটির নির্বাচনে ৬-০ ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল। রবিবার হাসনাবাদের খড়মপুর হাইস্কুলে ওই নির্বাচন হয়। বাম প্রার্থীরা ছাড়াও স্কুলটিতে তৃণমূলের রফিকুল ইসলাম এবং সৌরেন্দ্রনাথ পালের গোষ্ঠী আলাদা প্রার্থী দেয়। ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হন দুই গোষ্ঠীর দুই নেতা। উভয়পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। গণনার দেখা যায় রফিকুল ইসলাম গোষ্ঠীর ছয় প্রার্থীই জয়ী হয়েছেন।

পাঠাগারের নির্বাচনে জয়ী বামেরা
উত্তর ২৪ পরগনার অশোকনগর শহীদ স্মৃতি পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী জয়ী হল বামেরা। রবিবার নির্বাচনে আটটি আসনের সবকটিই জিতে নেয় তারা। এই প্রথম এই পাঠাগারে নির্বাচন অনুষ্ঠিত হল। অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, “বামপন্থীরা পাঠাগারটি স্বচ্ছতার সঙ্গে চালাচ্ছিল। অকারণে সেখানে ভোট চাপিয়ে দেওয়া হয়। পাঠকেরা বিষয়টি ভালভাবে নেননি বলেই ভোটে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছেন।” অশোকনগর ব্লক তৃণমূল সভাপতি সমীর দত্ত বলেন, “তৃণমূল ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি। সিপিএম নিজেদের মতো সদস্য তৈরি করেছে। বামবিরোধী চারজন লড়াই করেছেন।”

প্রাচীর ভাঙা নিয়ে উত্তেজনা
সোমবার সকালে মথুরাপুরের লালপুরে একটি মাদ্রাসার প্রাচীর পূর্ত দফতর ভেঙে দিলে তা নিয়ে গোলমাল বাধে। প্রাচীর ভেভে দেওয়ার প্রতিবাদে স্থানীয় মানুষ সকাল ১০টা থেকে পরায় তিনঘণ্টা রাস্তা অবরোধ করেন। এর ফলে রায়দিঘি-ডায়মন্ড হারবার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাচীর নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিতে অবরোধ তুলে নেওয়া হয়। মথুরাপুর-১ এর বিডিও দ্বীপ্তার্ক বসু বলেন, “লালপুরে একটি মাদ্রাসার দেওয়াল ভাঙা নিয়ে ধামেলা বাধে। তবে পুলিশ গিয়ে সকলকে বুঝিয়ে সমস্যা মিটিয়ে ফেলে।”

গ্রেফতার ৩ দুষ্কৃতী
ডাকাতির অভিযোগে তিন জনকে ধরল পুলিশ। রবিবার রাতে ক্যানিংয়ের এসডিপিও পিনাকীরঞ্জন দাসের নেতৃত্বে বাসন্তীর পুলিশ গেঁওখালি থেকে ওই তিনজনকে ধরে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অ্যান্টনি, আজারুল মোল্লা ও শাহবুদ্দিন গিয়াস। তাদের বাড়ি গেঁওখালিতেই। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই তিন জন বাসন্তী, বিষ্ণপুর-সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করছিল।

স্কুলভবন তৈরির মালপত্র চুরি
স্কুলের ভবন তৈরির জন্য এনে রাখা লোহার রড চুরি হয়ে গেল। উত্তর ২৪ পরগনার হাবরার পায়রাগাছি এলাকায় একটি আপার প্রাইমারি স্কুলে রবিবার রাতে ওই ঘটনা ঘটে। হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, “সর্বশিক্ষার টাকায় সমিতির উদ্যোগে স্কুলের ভবন তৈরির কাজ চলছিল। প্রায় ১০-১২ কুইন্টাল রড চুরি হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিহাসবিদের স্মরণসভা
‘বনগাঁ-যশোহর পাঁচশো বছর’-সহ বেশ কিছু আঞ্চলিক ইতিহাস বইয়ের লেখক শশধর চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বনগাঁর পূর্বপাড়ায় তাঁর বাড়িতে একটি স্মরণসভা পালিত হল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পার্থ ঘোষ, মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। স্মরণসভায় বিভিন্ন বক্তা শশধরবাবুর বইগুলি সরকারি উদ্যোগে সংরক্ষণের দাবি তোলেন।

স্ত্রীর মৃত্যু, ধৃত স্বামী
স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হলেন। রবিবার, সোনারপুর থানার বৈকুণ্ঠপুর থেকে। পুলিশ জানায়, মাস দু’য়েক আগে বৈকুণ্ঠপুরের খোকন হালদারের সঙ্গে খুকু মণ্ডল নামে এক নাবালিকার বিয়ে হয়। খুকুর পরিজনেদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হত। রবিবার রাতে খুকু এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে খোকন খুব মারধর করলে অসুস্থ হয়ে পড়ে খুকু (১৭)। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে খোকনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। অন্য দিকে, রবিবার সকালে গরমের মধ্যে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে এক পড়ুয়ার মৃত্যু হয় বারুইপুর থানার মল্লিকপুরে। মৃতের নাম ইন্দ্রনীল মুখোপাধ্যায় (২০)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.