এতদিন আগুন লাগলে ছুটত পুলিশ। আর এ বার থানার আগুন নেভাতে ছুটতে হল এলাকার মানুষকেই।
সোমবার সকালে ডোমকল থানার মালখানায় আগুন লেগে যায়। দমকলকে খবর দেওয়া হলেও বহরমপুর থেকে দমকল আসার আগে থানার আগুন আয়ত্তে আনেন এলাকার মানুষই। সরকারি আগ্নেয়াস্ত্র থেকে টেবিল চেয়ার সবই উদ্ধার করেন তাঁরা। তবে ভস্মীভূত হয়েছে বেশ কিছু বাজেয়াপ্ত মাসকেট ওয়ান শটার, টিভি ও কিছু গুরুত্বপূর্ণ নথি। পরে প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়।
এ দিন সকালে হঠাৎই থানা ভরে যায় পোড়া গন্ধে। আর তারপরেই মালখানার জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী। ডোমকল থানার আইসি কৌশিক ঘোষ ধোঁয়া দেখেই শুরু করেন হাঁকডাক। পুলিশকর্মী থেকে সাধারণ মানুষ সবাই চলে আসেন আগুন নেভাতে। পাশের পঞ্চায়েত ভবন থেকে পাইপ লাগিয়ে জল দেওয়া শুরু হয়। ততক্ষণে মালখানার ভেতর আগুনের ফুলকি বেরচ্ছে। ফাটছে কাচের বোতল। আর তাতেই ছড়াচ্ছে গুজব। |
কেউ বলছেন বোমা ফাটছে, কেউ বা বললেন গুলির শব্দ বুঝি। ততক্ষণে অবশ্য মালখানার জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে লালচাঁদ। এক এক করে বন্দুক-পিস্তল এনে ধরিয়ে দিচ্ছে পুলিশের হাতে। বাইরে থেকে জল ঢালা হচ্ছে বালতির পর বালতি।
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ডোমকলের কয়েকটি গ্রামের কিছু বাসিন্দার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কুপিলায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। কয়েক জন পুলিশকর্মীকে মারধর করা হয়েছিল। কখনও পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ-বোমাবাজি হয়েছে। কিন্তু সোমবার সকালে এই মানুষগুলোরই এক অন্য রূপ দেখল পুলিশ। যাঁরা বিপদ অগ্রাহ্য করে আগুন নেভাল। ওঁরা না থাকলে পুরো থানাটাই ‘জতুগৃহ’ হয়ে যেত বলে মনে করছে খোদ পুলিশকর্তারাই। তবে দমকল সময়ে না আসায় ক্ষুব্ধ পুলিশের কর্তারা। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “এত বড় মহকুমায় অথচ একটাও দমকল নেই। মানুষের উচিত এটা নিয়ে সবর হওয়া।” ডোমকলের মহকুমাশাসক প্রশান্ত অধিকারী বলেন, “এই মহকুমায় আসার আগে ডোমকল সম্পর্কে খুব খারাপ কথাবার্তা শুনেছিলাম। কিন্তু দিন দিন আমার ধারণা সম্পূর্ণ অন্য রকম হয়ে যাচ্ছে।” আগুন লাগার খবর পেয়ে থানায় আসেন জেলা পুলিশ সুপারও। বলেন, “পুলিশ কর্তাদের কাছে ডোমকলের মানুষকে নিয়ে প্রায়ই অভিযোগ শুনতে হয় আমাকে। আজ শুনলাম পুরো উল্টোটা। আমরা এটাই চাই। মানুষের সঙ্গে এক হয়ে কাজ করতে।” জয়ী কংগ্রেস। এড়োয়ালি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। রবিবার খড়গ্রামের ওই স্কুলে ভোট হয়। |