তিন প্রধানে এ বার নতুন মুখ |
ইস্টবেঙ্গল |
চিডি এডে (সালগাওকর), ইসফাক আমেদ (সালগাওকর), অর্ণব মণ্ডল (প্রয়াগ ইউনাইটেড), লালরিমডিকা (চার্চিল), অভিজিৎ মণ্ডল (প্রয়াগ ইউনাইটেড), মননদীপ সিংহ (এয়ার ইন্ডিয়া), যশপাল পারমার (সালগাওকর), কেভিন লোবো (মুম্বই এফ সি), জগপ্রীত সিংহ (চার্চিল), সফর সর্দার (মহমেডান), প্রিয়ন্ত সিংহ (মহমেডান)। |
মোহনবাগান |
টোলগে ওজবে (ইস্টবেঙ্গল), স্ট্যানলি (মহমেডান), ইচে (সাদার্ন সমিতি), অরিন্দম ভট্টাচার্য (চার্চিল), মেহরাজউদ্দিন (সালগাওকর),দীপেন্দু বিশ্বাস (মহমেডান), সাবিথ (পৈলান অ্যারোজ), ডেনসন দেবদাস (প্রয়াগ ইউনাইটেড), আইবর সিংহ (লাজং), নবীন কুমার (পৈলান অ্যারোজ), খেলেম্বা সিংহ (সালগাওকর), লালরিমফেলা (চার্চিল), বিশ্বজিৎ সাহা (সালগাওকর), বিজেন্দ্র রাই (পৈলান অ্যারোজ), রাজীব ঘোষ (পৈলান অ্যারোজ), শঙ্কর ওঁরাও (প্রয়াগ ইউনাইটেড)। |
প্রয়াগ ইউনাইটেড |
র্যান্টি মার্টিন্স (ডেম্পো), সুব্রত পাল (পুণে এফ সি), গৌরমাঙ্গি সিংহ (চার্চিল), জাকির (চার্চিল), আসিফ (চার্চিল), রবীন্দর সিংহ (ইস্টবেঙ্গল), লেস্টার ফার্নান্ডেজ (পুণে), বলদীপ সিংহ (পুণে), ইশান্ত দেবনাথ (মুম্বই এফ সি), গৌর নস্কর (সাদার্ন সমিতি)। |
• এখন তিন ক্লাবেই বেশ কিছু ফুটবলারের সঙ্গে কথা চলছে। টোলগেকে নিয়ে মোহন-ইস্ট বিতর্ক শেষ হয়নি। শঙ্কর ওঁরাওকে মোহনবাগানে ছাড়তে রাজি নয় প্রয়াগ। লেস্টার ফার্নান্ডেজ প্রয়াগের সঙ্গে কথা চূড়ান্ত বললেও এখনও পুণে তাঁকে ছাড়েনি।
• নামী তারকাদের মধ্যে ইউসিফ ইয়াকুবু, সুনীল ছেত্রী, রেনেডি সিংহ, সুরকুমার সিংহ এখনও টিম পাননি। সন্দীপ নন্দী চার্চিল ব্রাদার্সের পথে পা বাড়িয়েছেন, সংগ্রাম মুখোপাধ্যায় প্রয়াগ ইউনাইটেডের দিকে। |
|