সন্দীপকে নেব না, মর্গ্যানকে ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সন্দীপ নন্দীকে এ বার দলে নেওয়া সম্ভব নয় বলে ট্রেভর মর্গ্যানকে জানিয়ে দিল ইস্টবেঙ্গল। পদত্যাগ পত্র তুলে নেওয়ার শর্ত হিসাবে চিডি এডে, ইসফাক আমেদের সঙ্গে সন্দীপ নন্দীর নামও দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। প্রথম দু’জনকে নেওয়া হলেও সন্দীপকে নিতে চাইছিলেন না কর্তারা। কোচ-কর্তাদের টানাপোড়েনে সন্দীপও আর পুরনো ক্লাবে ফিরতে রাজি নন। সম্ভবত চার্চিলের প্রস্তাবে রাজি হয়ে যেতে পারেন তিনি। ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “আমি সন্দীপের সঙ্গে কথা বলেছি। ও এই অবস্থায় ইস্টবেঙ্গলে খেলতেও চাইছে না। ক্লাবও মনে করে সন্দীপ খেললে সেটা ওর সম্মানের পক্ষেও খারাপ হবে। কোচকে সব জানিয়ে আমরা মেল করে দিয়েছি।” এ দিকে ইস্টবেঙ্গল বনাম টোলগে ওজবের ‘যুদ্ধ’ নিয়ে রায় দিতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা ডাকছে আই এফ এ। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের চুক্তিপত্র দেখে নিয়েই ওই কমিটি এগোবে। পাশাপাশি টোলগে যেভাবে সাংবাদিক সম্মেলন ডেকে ইস্টবেঙ্গলকে আক্রমণ করেছেন সেটাও ভাল চোখে দেখছেন না আই এফ এ কর্তারা।
|
সানিয়ার পুরনো ঝলক
নিজস্ব প্রতিবেদন |
সানিয়া মির্জা ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। দু’মাস পরে আচমকা সিঙ্গলসে নেমে ব্রাসেলস ওপেন কোয়ালিফাইং পর্বে ঝড় তুলে মূলপর্বে তিনি। বিশ্বের ১৯২ নম্বর টেনিস কন্যা সোমবার ব্রাসেলসের ক্লে কোর্টে চূড়ান্ত কোয়ালিফাইং ম্যাচে ইউক্রেনের পঞ্চম বাছাই সুরেনকোকে হারালেন ৬-০, ৬-০। ‘ডাবল ব্যাঙ্গেল’। গত কাল সানিয়া হারিয়েছিলেন চতুর্থ বাছাই অস্ট্রেলীয় রোডিওনোভাকে। এ বছর সিঙ্গলসে সাকূল্যে ১৩টি ম্যাচ খেলেছেন সানিয়া। জয়-পরাজয় ৬-৭। ডাবলসে (বিশ্বের ১১ নম্বর) একটা এটিপি খেতাব, দুটো ফাইনাল খেললেও সিঙ্গলসে এ দিনই প্রথম বলার মতো পারফরম্যান্স হল। আগামী রবিবার শুরু ফরাসি ওপেনের আগে যা তাঁকে আত্মবিশ্বাস দেবে।
|
সন্তোষ ট্রফিতে মারপিট, পাঁচ লাল কার্ড
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
সন্তোষ ট্রফি কলঙ্কিত বিশ্রী মারপিটে। গ্রুপ ডি-এর তামিলনাড়ু বনাম মিজোরাম ম্যাচে মারপিটে জড়ালেন দু’দলের ফুটবলাররা। ৫৩ মিনিটে তামিলনাড়ুর মুরুগাপ্পানের ফ্রি-কিক মিজো ডিফেন্ডার লাল ছওয়ান কিমা ইচ্ছা করে হাতে লাগানোয় তামিলনাড়ুর পক্ষে পেনাল্টি দেন রেফারি। যার প্রতিবাদে রেফারির উপর চড়াও হয়ে মারধর করতে থাকেন মিজো ফুটবলাররা। প্রতিবাদে এগিয়ে আসেন তামিল ফুটবলাররা। তাঁরাও বিপক্ষের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। মিজোরামের লালবিয়াকুলুয়ার নাক ফেটে যায়। রেফারি মিজোরামের আরও দুই ফুটবলারকে এবং তামিলনাড়ুর দুই ফুটবলারকে লাল কার্ড দেখান। ম্যাচটি তামিলনাড়ু ৪-৩ জেতে।
|
কুক-বেল জেতালেন ইংল্যান্ডকে
সংবাদসংস্থা • লন্ডন |
উইজডেন ট্রফির প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল ইংল্যান্ড। অ্যালিস্টার কুক এবং ইয়ান বেলের ব্যাটে ভর করে। জেতার জন্য ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে তুলতে হত ১৯১। পঞ্চম দিনের শুরুতে কিন্তু যথেষ্ট বেকায়দায় ছিল অ্যান্ড্রু স্ট্রসের টিম। এ দিন নামার সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১০-২। কিছুক্ষণের মধ্যে সেটা ৫-৪ হয়ে যায়। কিন্তু ম্যাচ ওখান থেকে ধরে নেন কুক (৭৯) ও বেল (৬৩ অপরাজিত)। সিরিজে ইংল্যান্ড এগিয়ে ১-০। আর ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি বলতে দু’ইনিংসে চন্দ্রপলের হাফ সেঞ্চুরি এবং কেমার রোচের বোলিং। দুই ইনিংসেই তিনটি করে উইকেট পান রোচ।
|
ভারতে ইন্টার মিলান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বার স্নাইডার, ফোরলানদের ক্লাব ইন্টার মিলান ভারত থেকে কিশোর ফুটবলার তুলে আনার পরিকল্পনায় নেমেছে। টাটা টি-র সঙ্গে যৌথ উদ্যোগে। এতদিন এই ভূমিকায় দেখা যেত আর্সেনালকে। এ বার সেখানে ইন্টার এসেছে। সারা দেশ জুড়ে ট্রেনিং দিয়ে, বেশ কয়েক জন কিশোরকে তারা নিয়ে যাবে মিলানে। তাঁদের অ্যাকাডেমিতে ট্রেনিং দিতে। ইন্টার অ্যাকাডেমির টিডি মার্কো মন্তি এই উপলক্ষ্যে কলকাতায়। |