টুকরো খবর
পঞ্চায়েত-কর্মীদের সভা মেদিনীপুরে
পঞ্চায়েত কর্মচারীদের নিয়ে সভা করল ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)। সোমবার জেলা পরিষদের সভাকক্ষে এই সভা হয়। উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি অজয় ভুঁইয়া। প্রায় ৭৬ জন কর্মচারী সভায় যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে বাম-আমলের সময় থেকেই কর্মচারীদের উপর শোষণ ও বঞ্চনা চলছে বলে অভিযোগ করেন অজয়বাবু। তাঁর কথায়, “নতুন সরকার গ্রামাঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছে। এ ক্ষেত্রে কর্মচারীদের সব রকম সহযোগিতা করতে হবে।” পঞ্চায়েত কর্মচারীদের বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবি নিয়ে সভায় আলোচনা হয়। পরে একটি মিছিল বেরোয়।

সন্ত্রাস-বিরোধী মিছিল কংগ্রেসের
মূর্তিতে মাল্যদান। -নিজস্ব চিত্র
রাজীব গাঁধীর মৃত্যুদিন, ২১ মে তারিখটিকে ‘সন্ত্রাস-বিরোধী দিবস’ হিসাবে পালন করে থাকে কংগ্রেস। সোমবার মেদিনীপুর শহরে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল যুব-কংগ্রেস। শহরের পঞ্চুরচকে ইন্দিরা গাঁধী-রাজীব গাঁধীর মূর্তির সামনে এই শিবিরের আয়োজন করা হয়। সব মিলিয়ে ৩২ জন রক্ত দেন। উপস্থিত ছিলেন মেদিনীপুরের উপ-পুরপ্রধান এরশাদ আলি, যুব নেতা পার্থ ভট্টাচার্য প্রমুখ। অন্য দিকে, এ দিন বিকেলে শহরের ৫ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল বের করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, যুব নেতা নির্মাল্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ব্যাগ ঘিরে আতঙ্ক মেডিক্যাল কলেজে
একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। হাসপাতালের বিধান ব্লকের সামনে রবিবার রাত থেকে ব্যাগটি পড়েছিল। শুরুতে রোগীর পরিবারের লোকজন এক জায়গায় ওই ব্যাগটিকে পড়ে থাকতে দেখেন। পরে এই ব্যাগ ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে পুলিশই ব্যাগটিকে উদ্ধার করে। তবে ব্যাগের মধ্যে থেকে জামা-কাপড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ব্যাগটি কার তা দেখা হচ্ছে। কেউ ভুলবশত এখানে সেটি ফেলে গিয়ে থাকতে পারেন।

নতুন সরকারের বর্ষপূর্তি খড়্গপুরে
রবিবার রাজ্য সরকারের বর্ষপূর্তি উৎসব আয়োজিত হল খড়্গপুর শহরের তালবাগিচায়। শহরের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব শুরু হয় সকালে। পতাকা উত্তোলন করেন খড়্গপুর পুরসভার পুরপ্রধান জহরলাল পাল। বক্তব্য রাখেন জয়া পাল, শশাঙ্ক পাত্র, রীতা সেনগুপ্ত। সন্ধ্যায় দোদুল চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভ্রদীপ ডান্স গ্রুপের শিল্পীরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.