তৃণমূলের স্কুল এ বার সিপিএমের |
বাম-আমলে যে স্কুলের পরিচালন সমিতি দখলে রেখেছিল তৃণমূল, রাজ্যে ক্ষমতায় আসার পর তাই তাদের হাত-ছাড়া হল। এমনই ঘটল পশ্চিম মেদিনীপুরের ডেবরার শ্যামচক হাইস্কুলে। রবিবার শ্যামচক হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাক প্রতিনিধি নির্বাচন ছিল। নির্বাচনে ৬টি আসনেই ধরাশায়ী হয়েছেন তৃণমূল-পন্থীরা। বিপুল ভোটে জয়ী হয়েছেন সিপিএম-সমর্থিত প্রার্থীরা। এই ঘটনায় হতাশ তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল নেতা বিবেক মুখোপাধ্যায়ের কথায়, “এটা অপ্রত্যাশিত। কেন এমন ফল হল খতিয়ে দেখা হবে। যদি কারও ত্রুটি থাকে তা সংশোধন করে নেওয়া হবে।” উল্টোদিকে উচ্ছ্বসিত সিপিএম। সিপিএমের ডেবরা জোনাল কমিটির সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডলের কথায়, “মানুষ যে আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন তা যে পুরোটাই ভাঁওতা, তা প্রমাণ হয়ে গিয়েছে। স্কুল-নির্বাচনেও তারই প্রতিফলন ঘটেছে।”
এই স্কুল নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় তৃণমূলের কাজকর্মের চরম সমালোচনা শুরু হয়েছে। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তবে গোষ্ঠীদ্বন্দ্বকেই হারের প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারই সঙ্গে স্থানীয় কয়েক জন নেতার আচরণ নিয়েও দলের মধ্যে প্রশ্ন উঠেছে। যাঁদের বিরুদ্ধে অনেক আগেই দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছিল। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ব্যবস্থা নেওয়া যায়নি। প্রধান শাসকদলের একাংশ নেতার কাজকর্মে স্থানীয় ব্যবসায়ী, বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তাই বাম-আমলেও যে স্কুলের পরিচালন সমিতি ছিল তৃণমূলের নিয়ন্ত্রণে, রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পরে সেখানে বিপর্যস্ত হতে হল তাদের। |