|
|
|
|
পুরভোটে নজরবন্দি হলদিয়া
|
ওয়ার্ড ২১ |
রানিচক, গান্ধীনগর কলোনি, কালিরবাজার নিয়ে ২১ নম্বর ওয়ার্ড। এ বার ভোটার ৩২৬১। বুথ ৪টি। |
রাস্তা কেমন |
বস্তি এলাকায় পাকা রাস্তা নেই। কলোনি এলাকায় ঢালাই রাস্তা। |
জলের হাল |
প্রায় সব এলাকায় পানীয় জলের সংযোগ পৌঁছেছে। কিন্তু সরু ধারায় জল পড়ে। |
পথবাতি |
রানিচক-এইচআইটি পথবাতি থাকলেও সদ্য বাহারি আলো বসেছে। কলোনি এলাকা আঁধারে। |
নিকাশি |
কলোনি এলাকার কিছু অংশে সদ্য নর্দমা হয়েছে। বাকি এলাকায় নর্দমা নেই। |
সাফাই |
কালিরবাজারে সাফাইকর্মীরা আসে। অন্যত্র জঞ্জাল পড়েই থাকে। |
বিশেষ চাহিদা |
নিকাশির সুষ্ঠু বন্দোবস্তই এলাকাবাসীর মূল চাহিদা। |
কাউন্সিলর বলেন |
পুরবোর্ডের কথা মতো কাজ করায় হয়তো নিকাশি সমস্যার সমাধান হয়নি।
অঞ্জলি ভুঁইয়া, সিপিএম। |
বিরোধী মত |
নিজেদের সমর্থকদের কলোনি এলাকায় ঠাঁই দেওয়া ছাড়া কাজ কিছু করেনি বামেরা।
নারায়ণচন্দ্র কুইতি, তৃণমূল। |
|
|
ওয়ার্ড ২২ |
বিষ্ণুরামচক, সাউতানচক, ক্লাস্টার ৯, ৫ নিয়ে ওয়ার্ড। ভোটার ৩৭২৪। বুথ ৫টি। তফসিলি মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
বিষ্ণুরামচক ও সাউতানচকে রাস্তা এখনও মোরামের। অন্যত্র পিচের বা ঢালাই রাস্তা। |
জলের হাল |
বিষ্ণুরামচকে তীব্র জলকষ্ট। অন্যত্রও টাইমকলে পর্যাপ্ত জল মেলে না বলে অভিযোগ। |
পথবাতি |
বিষ্ণুরামচকে বিদ্যুৎ পৌঁছয়নি। সাউতানচকে পথবাতি নেই। অন্যত্র পথবাতি আছে। |
সাফাই |
রাস্তা সাফাই হলেও নর্দমা সাফাই করা হয় না বলে অভিযোগ। |
বিশেষ চাহিদা |
বিষ্ণুরামচকে বিদ্যুদয়ন ও সর্বত্র পানীয় জল সরবরাহ। |
নাগরিকের চোখে |
সর্বত্র বিদ্যুৎসংযোগ প্রাথমিক চাহিদা। জলের সমস্যাও মেটাতে হবে।
দীনেশ মণ্ডল, চিকিৎসক। |
কাউন্সিলর বলেন |
বন্দর এলাকায় চেষ্টা করেও বিদ্যুদয়ন করা যায়নি। অনেক টিউবওয়েল বসিয়েছি।
প্রসূন পাল, সিপিএম। |
বিরোধী মত |
কাউন্সিলর নামেই বলছেন কাজ করছেন। মানুষ ভুগছে। ঠিক জবাব পাবেন।
কণিকা গায়েন, তৃণমূল। |
|
|
ওয়ার্ড ২৩ |
পদ্মপুকুর, হাতিবেড়্যা রেলকলোনি, আজাদ হিন্দ নগর, চকতারোয়ান ও সেক্টর ১১-১৭-১৮-২১ নিয়ে ওয়ার্ড। ভোটার ৩১৮৬, বুথ ৪টি। |
রাস্তা কেমন |
অধিকাংশ রাস্তাই পাকা। হাতিবেড়্যার কিছু এলাকায় শুধু মোরামের রাস্তা। |
জলের হাল |
অধিকাংশ এলাকায় টাইমকলের সংযোগ পৌঁছেছে। তবে, সরু ধারায় জল পড়ে। |
পথবাতি |
সর্বত্র পথবাতি রয়েছে। চকতারোয়ানে শুধু পথবাতির সংখ্যা কম। |
নিকাশি |
একই গভীরতায় নর্দমাগুলি নয় বলে জল দাঁড়িয়ে যায়। নিকাশি ভাল হয় না। |
সাফাই |
জঞ্জালে ভরে গিয়েছে বাজার এলাকা। নর্দমায় নোংরা-আবর্জনা পড়ে সমস্যা বাড়িয়ে তুলেছে। |
বিশেষ চাহিদা |
নিকাশির উন্নয়ন ও নিয়মিত সাফাই |
নাগরিকের চোখে |
এলাকার রাজনৈতিক দলগুলির সুস্থ মানসিকতাই আপাতত কাম্য।
সুশান্ত গুছাইত, আইওসি কর্মী। |
কাউন্সিলর বলেন |
অনেক কাজ করেছি। সাফাইকর্মীর অভাবে হয়তো সাময়িক সমস্যা হচ্ছে।
সুরজিৎ জানা, সিপিএম। |
বিরোধী মত |
নিকাশি, পানীয় জলের সমস্যায় দিশেহারা সাধারণ মানুষ।
চান্দ্রেয়ী বিশ্বাস, তৃণমূল। |
|
তথ্য: দেবমাল্য বাগচি |
|
|
|
|
|