পুরভোটে নজরবন্দি হলদিয়া

ওয়ার্ড ২১ রানিচক, গান্ধীনগর কলোনি, কালিরবাজার নিয়ে ২১ নম্বর ওয়ার্ড। এ বার ভোটার ৩২৬১। বুথ ৪টি।
রাস্তা কেমন বস্তি এলাকায় পাকা রাস্তা নেই। কলোনি এলাকায় ঢালাই রাস্তা।
জলের হাল প্রায় সব এলাকায় পানীয় জলের সংযোগ পৌঁছেছে। কিন্তু সরু ধারায় জল পড়ে।
পথবাতি রানিচক-এইচআইটি পথবাতি থাকলেও সদ্য বাহারি আলো বসেছে। কলোনি এলাকা আঁধারে।
নিকাশি কলোনি এলাকার কিছু অংশে সদ্য নর্দমা হয়েছে। বাকি এলাকায় নর্দমা নেই।
সাফাই কালিরবাজারে সাফাইকর্মীরা আসে। অন্যত্র জঞ্জাল পড়েই থাকে।
বিশেষ চাহিদা নিকাশির সুষ্ঠু বন্দোবস্তই এলাকাবাসীর মূল চাহিদা।
কাউন্সিলর বলেন পুরবোর্ডের কথা মতো কাজ করায় হয়তো নিকাশি সমস্যার সমাধান হয়নি।
অঞ্জলি ভুঁইয়া, সিপিএম।
বিরোধী মত নিজেদের সমর্থকদের কলোনি এলাকায় ঠাঁই দেওয়া ছাড়া কাজ কিছু করেনি বামেরা।
নারায়ণচন্দ্র কুইতি, তৃণমূল।

 

ওয়ার্ড ২২ বিষ্ণুরামচক, সাউতানচক, ক্লাস্টার ৯, ৫ নিয়ে ওয়ার্ড। ভোটার ৩৭২৪। বুথ ৫টি। তফসিলি মহিলা সংরক্ষিত আসন।
রাস্তা কেমন বিষ্ণুরামচক ও সাউতানচকে রাস্তা এখনও মোরামের। অন্যত্র পিচের বা ঢালাই রাস্তা।
জলের হাল বিষ্ণুরামচকে তীব্র জলকষ্ট। অন্যত্রও টাইমকলে পর্যাপ্ত জল মেলে না বলে অভিযোগ।
পথবাতি বিষ্ণুরামচকে বিদ্যুৎ পৌঁছয়নি। সাউতানচকে পথবাতি নেই। অন্যত্র পথবাতি আছে।
সাফাই রাস্তা সাফাই হলেও নর্দমা সাফাই করা হয় না বলে অভিযোগ।
বিশেষ চাহিদা বিষ্ণুরামচকে বিদ্যুদয়ন ও সর্বত্র পানীয় জল সরবরাহ।
নাগরিকের চোখে সর্বত্র বিদ্যুৎসংযোগ প্রাথমিক চাহিদা। জলের সমস্যাও মেটাতে হবে।
দীনেশ মণ্ডল, চিকিৎসক।
কাউন্সিলর বলেন বন্দর এলাকায় চেষ্টা করেও বিদ্যুদয়ন করা যায়নি। অনেক টিউবওয়েল বসিয়েছি।
প্রসূন পাল, সিপিএম।
বিরোধী মত কাউন্সিলর নামেই বলছেন কাজ করছেন। মানুষ ভুগছে। ঠিক জবাব পাবেন।
কণিকা গায়েন, তৃণমূল।

 

ওয়ার্ড ২৩ পদ্মপুকুর, হাতিবেড়্যা রেলকলোনি, আজাদ হিন্দ নগর, চকতারোয়ান ও সেক্টর ১১-১৭-১৮-২১ নিয়ে ওয়ার্ড। ভোটার ৩১৮৬, বুথ ৪টি।
রাস্তা কেমন অধিকাংশ রাস্তাই পাকা। হাতিবেড়্যার কিছু এলাকায় শুধু মোরামের রাস্তা।
জলের হাল অধিকাংশ এলাকায় টাইমকলের সংযোগ পৌঁছেছে। তবে, সরু ধারায় জল পড়ে।
পথবাতি সর্বত্র পথবাতি রয়েছে। চকতারোয়ানে শুধু পথবাতির সংখ্যা কম।
নিকাশি একই গভীরতায় নর্দমাগুলি নয় বলে জল দাঁড়িয়ে যায়। নিকাশি ভাল হয় না।
সাফাই জঞ্জালে ভরে গিয়েছে বাজার এলাকা। নর্দমায় নোংরা-আবর্জনা পড়ে সমস্যা বাড়িয়ে তুলেছে।
বিশেষ চাহিদা নিকাশির উন্নয়ন ও নিয়মিত সাফাই
নাগরিকের চোখে এলাকার রাজনৈতিক দলগুলির সুস্থ মানসিকতাই আপাতত কাম্য।
সুশান্ত গুছাইত, আইওসি কর্মী।
কাউন্সিলর বলেন অনেক কাজ করেছি। সাফাইকর্মীর অভাবে হয়তো সাময়িক সমস্যা হচ্ছে।
সুরজিৎ জানা, সিপিএম।
বিরোধী মত নিকাশি, পানীয় জলের সমস্যায় দিশেহারা সাধারণ মানুষ।
চান্দ্রেয়ী বিশ্বাস, তৃণমূল।

তথ্য: দেবমাল্য বাগচি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.