তল্লাশি ঘিরে মেট্রোয় নিগ্রহের নালিশ ছাত্রের |
নিরাপত্তার কারণে সোমবার সকাল থেকে সব স্টেশনে বাড়তি নজরদারির বন্দোবস্ত করেছিলেন মেট্রো রেল-কর্তৃপক্ষ। আর এ দিন বিকেলেই দ্বিতীয় বার তাঁর ব্যাগ পরীক্ষার পরে তাঁকে নিগৃহীত করা হয়েছে বলে অভিযোগ করলেন এক কলেজছাত্র। স্থানীয় শ্যামপুকুর থানায় অবশ্য রাত পর্যন্ত রেল পুলিশের কর্মীর বিরুদ্ধে ওই ছাত্র কোনও অভিযোগ দায়ের করেননি বলে পুলিশি সূত্রের খবর।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, আহিরীটোলার বাসিন্দা সৌরদীপ বড়ুয়া নামে ওই ছাত্র বিকেল সাড়ে ৪টে নাগাদ শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে ঢোকেন। সৌরদীপ সংবাদমাধ্যমকে জানান, ব্যাগ পরীক্ষার পরে তিনি মেটাল ডিটেক্টর ছাড়িয়ে এগিয়ে যান। তখন পিছন থেকে তাঁকে ডেকে বলা হয়, ফের ব্যাগ পরীক্ষা করা হবে। কারণ জিজ্ঞাসা করলে এক পুলিশকর্মী বলেন, “যত বার প্রয়োজন, তত বার পরীক্ষা করব।” এর পরে ওই পুলিশকর্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয় বলে জানান সৌরদীপ। ওই পুলিশকর্মীর পদবি ‘যাদব’ বলে জানিয়েছেন তিনি। সৌরদীপের অভিযোগ, ধাক্কা দিতে দিতে তাঁকে স্টেশন ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই পুলিশকর্মী তাঁকে চড় মারেন। সৌরদীপের আরও অভিযোগ, ঘর থেকে বার করে তাঁকে গুলি করবেন বলেও হুমকি দেন ওই পুলিশকর্মী।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষকুমার ঘোষ বলেন, “মেট্রো রেলে এমনিতেই ব্যাগ পরীক্ষা করা হয়। এ দিন তল্লাশির সময় কলেজের ছাত্রেরা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। তাই নিয়ে আরপিএফের সঙ্গে বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শ্যামপুকুর থানায় খবর দিই। পুলিশ এসে সমস্যা মিটিয়েছে।” শ্যামপুকুর-সহ চারটি থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
|