প্রধানমন্ত্রী ২রা আসছেন কলকাতায় |
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আগামী ২ জুন ঘণ্টা তিনেকের সফরে কলকাতায় আসছেন। শিক্ষা সংক্রান্ত দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সে-দিন দুপুরেই দিল্লি ফিরে যাবেন তিনি। সরকারি সূত্রের খবর, ওই দিন সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সেখান থেকে সরাসরি চলে যাবেন সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে। সেখানে তিনি বসু বিজ্ঞান মন্দিরের ইউনিফায়েড অ্যাকাডেমিক ক্যাম্পাসের শিলান্যাস করবেন। তার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ২০১৩-র বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হবে ওই বিশ্ববিদ্যালয়ে। ১৯১৪-য় আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কলকাতার এশিয়াটিক সোসাইটিতে। ১০০ বছর আগের সেই ঐতিহাসিক ঘটনার কথা মাথায় রেখে আগামী বছর এখানে বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্র। ২ জুন দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কংগ্রেসের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রীর বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা।
|
ইয়াঙ্গন-কলকাতা চুক্তি হবে শিক্ষায় |
শিক্ষা ক্ষেত্রে দু’দেশের মধ্যে আদানপ্রদান বাড়াতে মায়ানমারের ইয়াঙ্গন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতাপত্র সই করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। মায়ানমারে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপস্থিতিতে চুক্তি সই হবে এ মাসের শেষে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপাচার্য সুরঞ্জন দাস উপস্থিত থাকবেন। সোমবার তিনি বলেন, “২৭ থেকে ২৯ মে প্রধানমন্ত্রী মায়ানমার সফরে যাচ্ছেন। ২৮ মে ২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র সই হবে ওঁর উপস্থিতিতে।” উপাচার্য জানান, শিক্ষা ক্ষেত্রে দু’দেশের মধ্যে আদানপ্রদানের জন্য পূর্বাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে কেন্দ্র। এ ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানকেই স্বীকৃতি দিয়েছে কেন্দ্র।
|
পাসপোর্ট অন্যের, ধৃত বাংলাদেশি |
অন্যের পাসপোর্ট নিয়ে ভারতীয় পরিচয় দিয়ে ঢাকা থেকে কলকাতায় এসে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। সোমবার কলকাতায় নামার পরে আব্দুল করিম সিকদার নামে ওই যুবককে জেরা করা হয়। পরে তাঁকে তুলে দেওয়া হয় বিমানবন্দর থানার পুলিশের হাতে। বিমানবন্দর সূত্রের খবর, আব্দুল যে-পাসপোর্ট নিয়ে কলকাতায় নামেন, সেটি স্বপন হালদার নামে এক ভারতীয় যুবকের। স্বপনের সেই পাসপোর্ট কলকাতা থেকে দেওয়া হয়েছে। পাসপোর্টের ঠিকানা অনুযায়ী স্বপনের বাড়িও কলকাতায়। পুলিশের অনুমান, স্বপনের পাসপোর্ট চুরি গিয়েছিল। আব্দুল পুলিশকে জানান, তিনি এক দালালের কাছ থেকে ওই পাসপোর্ট কেনেন। সেই পাসপোর্টের সঙ্গে সৌদি আরবের ৯০ দিনের ভিসা ছিল। সেখানেই যেতে চেয়েছিলেন আব্দুল।
|
এক কিশোরের ঝুলন্ত দেহ মিলল। সোমবার, হরিদেবপুর থানা এলাকার একটি বাড়ি থেকে। মৃতের নাম কেন সোরেন (১৪)। পুলিশ জানায়, ঝাড়খণ্ডের বাসিন্দা কেন কিছু দিন আগে তার দাদার বাড়িতে আসে। কেনের দাদা পুলিশকে জানান, কেন বাবাকে জানায় এখানে ভাল লাগছে না। এ দিন বাবা ও মাকে আনতে স্টেশনে যান দাদা। ফিরে কেনের ঝুলন্ত দেহ দেখেন। হাসপাতালে কেনকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। |