আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ খুলে দিতে পাকিস্তানের উপরে চাপ বাড়াল আমেরিকা।
ন্যাটো গোষ্ঠীর শীর্ষ সম্মেলন বসেছে শিকাগোয়। সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। কিন্তু, জারদারির সঙ্গে তিনি দেখা করতে পারবেন না বলে জানিয়েছে মার্কিন সরকার। কূটনৈতিক শিবিরের বক্তব্য, সরবরাহের পথ খোলা নিয়ে পাক সরকার কোনও সিদ্ধান্ত না নেওয়াতেই আপাতত জারদারিকে পাত্তা দিতে রাজি নন ওবামা। ন্যাটো বাহিনীর হামলায় ২৪ জন পাক সেনা নিহত হওয়ার পরে এই পথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।
আজ ন্যাটো শীর্ষ সম্মেলনের পাশাপাশি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ওবামা। কথা বলেছেন ন্যাটোর সেক্রেটারি-জেনারেল অ্যান্ডার্স ফো রাসমুসেনের সঙ্গেও। কিন্তু, দেখা করতে চেয়েও সময় পাননি জারদারি। সরকারি ভাবে অবশ্য আমেরিকা জানিয়েছে, শীর্ষ সম্মেলনের ব্যস্ততার জন্যই জারদারিকে সময় দিতে পারেননি ওবামা। ২০১৩ সালে আফগানিস্তানে সামরিক অভিযান শেষ করতে চায় ন্যাটো। তাই এই সম্মেলনে জারদারির সঙ্গে আলোচনাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে ওবামা না হলেও মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের সঙ্গে দেখা হয়েছে জারদারির। সেই বৈঠকেও সরবরাহের পথ ও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে খবর। |