ফের অশান্ত ইয়েমেনের রাজধানী সানা। আর এ বার আঘাত সরাসরি দেশের সামরিক বাহিনীর উপর। কুচকাওয়াজের মহড়ার সময় এক আত্মঘাতী বিস্ফোরণে আজ মৃত্যু হয়েছে ৯৬ জন ইয়েমেনি সেনার। জখম অন্তত ৩০০ জন।
আগামী কাল ইয়েমেনের জাতীয় ঐক্য দিবস। তাই সেনাবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলছিল আল আবিন স্কোয়্যারে। কাছেই প্রেসিডেন্টের প্রাসাদ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মহড়ার সময়ই সেনার পোশাক পরা এক ব্যক্তি সেখানে ঢুকে পড়ে। তার পোশাকের ভিতরেই ছিল শক্তিশালী বিস্ফোরক। হঠাৎই সে নিজেকে উড়িয়ে দেয়। তবে ওই আত্মঘাতী জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। কী ভাবে সে সেনার পোশাক জোগাড় করল, তা-ও পরিষ্কার নয়। আজকের এই হামলার দায় স্বীকার করেছে আনসার-আল-শাহিরা নামে এক জঙ্গি গোষ্ঠী। আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলার (একিউএপি) সঙ্গে এই গোষ্ঠী যুক্ত।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী নাসের আহমেদ। তবে তিনি অক্ষত রয়েছেন। মাত্র তিন মাস হল প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালেকে সরিয়ে ক্ষমতায় এসেছেন আব্দ-রাব্বু মনসুর হাদি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই জঙ্গি দমনে কড়া হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন হাদি। প্রেসিডেন্টের ইঙ্গিত মতোই গত দশ দিন ধরে দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে জঙ্গি দমন অভিযান চালাচ্ছিল ইয়েমেনি সেনা। তার প্রতিশোধ হিসেবেই আজকের এই হামলা বলে জানিয়েছে আনসার-আল-শাহিরার মুখপাত্র। |