এভারেস্ট থেকে ফেরার পথে মৃত ৩ |
স্বপ্নপূরণ করেও শেষমেশ ফেরা হল না। এভারেস্ট জয় করে ফেরার পথেই মৃত্যু হল তিন অভিযাত্রীর। পর্বতারোহণ দফতরের এক কর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ জানান, শনিবার সকাল পর্যন্ত আবহাওয়া ভালই ছিল। কিন্তু সন্ধে থেকে আবহাওয়া ক্রমশই খারাপ হতে থাকে। শুরু হয় তুষারঝড়। এভারেস্ট জয় করে বেস ক্যাম্পে ফেরার সময় খারাপ আবহাওয়ার মুখে পড়েন ওই তিন অভিযাত্রী। এঁদের মধ্যে এক জন কোরিয়া থেকে এসেছিলেন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয় করার আশায়। অন্য জন জার্মান। তৃতীয় জন কানাডায় বসবাসকারী এক নেপালি মহিলা। পর্যটন মন্ত্রকের পর্বতারোহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলার নাম শ্রেয়া শাহ। আরও দু’জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এক চিনা অভিযাত্রী এবং তাঁর নেপালি শেরপা।
|
ফের তদন্ত স্ত্রাউস কানের বিরুদ্ধে |
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর প্রাক্তন প্রধান দমিনিক স্ত্রাউস কানের বিরুদ্ধে ধর্ষণের মামলায় ফের তদন্ত শুরু করল ফ্রান্স। ওয়াশিংটনে ২০১০-এর ডিসেম্বরে এক গণধর্ষণের ঘটনায় দুই ব্যবসায়ী, এক পুলিশকর্তার সঙ্গে স্ত্রাউস কানও জড়িত ছিলেন বলে অভিযোগ। এই মামলার আইনজীবী জানান, দেহব্যবসায় যুক্ত বেলজিয়ামের এক মহিলাকেও আগে ধর্ষণ করেন কান। ওই মহিলার বয়ান দিন কয়েক আগে লিল শহরের ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জমা দিয়েছেন। ফ্রান্সের প্রাক্তন অর্থমন্ত্রী ও আইএমএফ প্রধান ৬৩ বছরের স্ত্রাউস কানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। গত বছর নিউ ইয়র্কের এক হোটেলকর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারও হন তিনি। |