টুকরো খবর |
হোটেলে যুগলের দেহ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
হোটেলের ঘর থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের একটি হোটেলে তাঁদের দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন অশোক কুমার (৩৫) এবং সারদাদেবী (৩০)। বাড়ি জম্মু কাশ্মীরের রিয়াসি থানার শের মকান গ্রামে। সিআইএসএফ জওয়ান অশোকবাবু দুর্গাপুর স্টিল প্ল্যান্টে পাহারা দেওয়ার কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানান, হোটেলের ঘরে এক পুরুষ ও এক মহিলার দেহ ঝুলছে। পুলিশ গিয়ে দেহ দু’টি নিয়ে যায়। হোটেল রেজিস্টারের তথ্য অনুযায়ী, ওই দু’জন তিন দিন ধরে হোটেলটিতে ছিলেন। হোটেল কর্তৃপক্ষ জানান, বেশ কয়েক ঘণ্টা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। হোটেলের এক কর্মী ডাকলেও সাড়া মেলেনি। পরে জানলার ফাঁক দিয়ে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা।
|
উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুল |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সম্প্রতি মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হল বারাবনির কেলেজোরা উচ্চ বিদ্যালয়। স্কুল সূত্রে জানানো হয়েছে, আপাতত কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগে ছাত্র ভর্তি করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কেনারাম মাড্ডি জানান, এই শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি করার অনুমতি পেয়েছেন তাঁরা। স্কুলটিকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার দাবি উঠেছিল বহু আগেই। উচ্চমাধ্যমিকে ছাত্র ভর্তি ও তাদের পঠন-পাঠনের পরিকাঠামো স্কুলের আছে বলে দাবি স্কুল পরিচালন সমিতির সম্পাদক সন্তোষ সিংহের। স্কুলের শিক্ষক দীপঙ্কর মজুমদার বলেন, “১৯৩৮ সালে এই স্কুলটি চালু হয়। ১৯৭৬ সাল পর্যন্ত পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হত।”
|
উন্নয়নের দাবিতে খনিতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এলাকার উন্নয়নের দাবিতে বারাবনির একটি বেসরকারি কয়লা খনির কার্যালয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল সংস্থার আধিকারিকদের সঙ্গে দেখা করে একটি দাবিপত্র তুলে দেন। বিধানবাবু জানান, বেসরকারি ওই সংস্থাটি এলাকায় লাভজনক ব্যবসা করছে। আধিকারিকদের উচিত লভ্যাংশের কিছু অংশ এলাকার উন্নয়নের জন্য ব্যয় করা। বিক্ষোভকারীরা জানান, বারাবনি এলাকায় পানীয় জলের সমস্যা আছে। খনি আধিকারিকদের পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা।
|
জলের পাইপলাইন লাগানোর উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পানীয় জলের সমস্যা মেটাতে নতুন পাইপলাইন বসাতে উদ্যোগী হল পুরসভা। পুরসভার মুখ্য বাস্তুকার সুকুমার মুখোপাধ্যায়, জল দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলামকে নিয়ে শনিবার ওই এলাকায় গিয়ে সরেজমিনে সমস্যাটি খতিয়ে দেখেন। সোমবার তিনি জানান, একশো দিনের কাজের প্রকল্পের টাকায় ওই পাইপ লাইন করা হবে। ১০০ মিটারের বেশি দীর্ঘ একটি পাইপ বসবে। এতে এলাকার পাঁচশোরও বেশি পরিবার উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। সম্প্রতি এলাকার কয়েকশো বাসিন্দা জল সরবরাহের দাবি জানিয়ে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেন। তখনই তিনি আশ্বাস দেন, এলাকায় গিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।
|
জলের দাবি |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
|
নিজস্ব চিত্র। |
জল সরবরাহ অপর্যাপ্ত। বাসিন্দাদের নাকাল অবস্থা। প্রতিকারের দাবিতে জামুড়িয়া পুরসভায় বৈজয়ন্তীপুরের কয়েকশো বাসিন্দা বিক্ষোভ দেখান। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, দ্রুত পাইপলাইন সংস্কার করে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
|
স্থায়ীকরণের দাবি |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
অন্ডালে কোলিয়ারিতে ডুলিতে চেপে বিক্ষোভ দেখাল কয়লা খাদান শ্রমিক কংগ্রেস। |
পদোন্নতিতে পক্ষপাতিত্ব, কর্মী আবাসনের রক্ষণাবেক্ষণ, কর্মীদের পদে স্থায়ীকরণ-সহ একগুচ্ছ দাবিতে অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারিতে ভূগর্ভে নামার ডুলির বেল্টে চেপে সারাদিন বিক্ষোভ দেখাল কয়লা খাদান শ্রমিক কংগ্রেস। কর্তৃপক্ষ জানান, দাবি খতিয়ে দেখা হবে।
|
কোথায় কী |
দুর্গাপুর
টেবিল টেনিস প্রতিযোগিতা। ডিসিএসি প্রাঙ্গন। সকাল ৯টা। উদ্যোগ: দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার।
বারাবনি
দোমহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। সকাল ৬টা। দোমহানি মাঠ। উদ্যোগ: দোমহানি একাদশ।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। আমবাগান তার কাঁটা মাঠ। বিকাল ৪টা। |
|