খেলার টুকরো খবর

টি-টোয়েন্টি ক্রিকেট
সিএবি আয়োজিত সারা বাংলা বিশ্ববিদ্যালয় ও আন্তঃকলেজ টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি ম্যাচের মধ্যে দু’টিতে ওয়াকওভার পেল দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজ ও নদিয়ার চাকদা কলেজ। রাধারানি স্টেডিয়ামে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ খেলতে না যাওয়ায় ওয়াকওভার পেয়েছে দুর্গাপুরেরই ওই কলেজটি। মোহনবাগান মাঠে কলকাতার শিরিষচন্দ্র কলেজ না আসায় ওয়াকওভার পেয়েছে নদিয়ার চাকদা কলেজ। এ দিকে, রাধারানি স্টেডিয়ামে বিশ্বভারতীর বিনয়ভবন ৬৬ রানে হারিয়েছে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজকে। প্রথমে বিনয়ভবন করে ১৪ ওভারে ১৫৫। দলের উৎপল হর্ষ ৪৭ ও অরিজিৎ রায় ২৯ রান করেন। জলপাইগুড়ির আনন্দচন্দ্র ১৩.৫ ওভারে ৮৯ রান করে। পিচ ভেজা থাকায় ম্যাচ কমিয়ে ১৪ ওভার করা হয়েছিল। বিনয়ভবনের অরিজিৎ রায় ১১ রানে ৩ উইকেট দখল করেন। মোহনবাবগান মাঠে কোলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ২৭ রানে হারিয়েছে বিএসবি বিশ্বভারতীকে। প্রথমে সেন্ট জেভিয়ার্স করে ১৪০-৬। হর্ষবিদ সিংহ ৪২ বলে ৫২ ও প্রিয়ং বেদানী ৩১ রান করেন। বিশ্বভারতী করে ১১৩-৯। দলের ওয়াসিম ইফতিকার ৪২ রান করেন।

ক্রিকেট প্রশিক্ষণ আসানসোলে
মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিএবি পরিচালিত অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রশিক্ষণ শিবির শুরু হল সোমবার। আসানসোল স্টেডিয়ামে এই শিবির চলবে তিন সপ্তাহ। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমল সরকার জানান, সারা রাজ্যে এ দিন ৬২টি মহকুমায় সিএবি পরিচালনায় এই শিবির শুরু হল। বিনা খরচে এই শিবিরে আসানসোলে প্রথম দিন ১৩৫ জন যোগ দিয়েছে। যারা ১ সেপ্টেম্বর ১৯৯৬-র পরে জন্মেছে, তাদের এই শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সিএবি-র কোচ সুব্রত ঘোষাল এই শিবিরে প্রশিক্ষণ দেবেন।

জয়ী দোমহানি ব্লু
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের সোমবারের খেলায় বিজয়ী হল দোমহানি ব্লু। তারা দোমহানি গ্রিনকে ২৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে ব্লু সব উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে গ্রিন সব উইকেটে হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.