|
|
|
|
আসানসোলে সম্মেলন |
কর্মীদের মানুষের কাছে যাওয়ার পরামর্শ সূর্যকান্তের |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
‘পরিবর্তনে’ হতাশ মানুষজন তাঁদের কাছে আসবেন, এমন আশা না করে দলীয় কর্মীদেরই তাঁদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজিত এক কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। |
|
হিরাপুরের প্রাক্তন বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়ের সঙ্গে সূর্যকান্ত। নিজস্ব চিত্র। |
দলীয় কর্মীদের উপরে আক্রমণ ও আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এ দিন এই গণ-সম্মেলনের আয়োজন করেছিল বামফ্রন্ট। সূর্যকান্তবাবু ছাড়াও ছিলেন সিপিএম নেতা রবীন দেব, হিরাপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়, ডিওয়াইএফ-এর রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। সভায় সূর্যকান্তবাবু বলেন, “যাঁরা পরিবর্তন চেয়েছিলেন, কিষেনজির কী ভাবে মৃত্যু হল, তাঁরা বুঝুন।” তিনি অভিযোগ করেন, খাদ্যপণ্যের ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। রাজ্যে সংগঠিত অপরাধ বেড়েছে। তাঁর কথায়, “আসানসোল শিল্পাঞ্চলে আমাদের অনেক কর্মী খুন হয়েছেন। রাজ্য জুড়েই আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন।” এই সব বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের মানুষের কাছে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।”
সম্প্রতি বার্নপুরে প্রার্তভ্রমণে বেরিয়ে গুলিতে মৃত্যু হয় প্রাক্তন বিধায়ক বামাপদবাবুর ছেলে অর্পণ মুখোপাধ্যায়ের। এ দিনের সভায় বামাপদবাবু বলেন, “৭২-এ সন্ত্রাস দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে অর্পণের হত্যা নিয়ে শোক করার বিশেষ কিছু নেই। আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।” |
|
|
|
|
|