|
এক ঝলকে... |
পৃথিবী
৬ মে - ১২ মে |
|
বেজিং ওয়াশিংটন কারাকাস লন্ডন দামাস্কাস |
• গোটা দুনিয়ায় বদনাম হওয়ার ভয়ে চেন গুয়াংচেং-কে প্রায় বিনা অশান্তিতে মার্কিন প্রবাসী হওয়ার সুযোগ দিয়েছে চিনের সরকার। কিন্তু, তাতে কি আর গায়ের ঝাল মেটে? ফলে, চেন-কে আপাতত হাসপাতালে কড়া প্রহরায় রেখে (পুলিশ-শোভিত হাসপাতালের ছবি) শানডং প্রদেশে চেন-এর আত্মীয়দের ওপর প্রশাসনিক হাঙ্গামা আরম্ভ হয়েছে। কয়েক জনকে গৃহবন্দি করা হয়েছে। চেন-এর এক ভাগ্নে গ্রেফতার। আমেরিকা জানিয়েছে, চিনের সরকার প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টায় থাকলে তা হবে অতি উদ্বেগজনক।
• কিউবায় ক্যানসার রোগের চিকিৎসা সেরে দেশে ফিরে এলেন উগো চাভেস, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এসেই হাল ধরেছেন প্রশাসনিক কাজের।
• অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন আ ট্যাক্সি। হয়তো লিখতেন জুল ভের্ন। তিন ব্রিটিশ ট্যাক্সি চড়ে পৃথিবী পরিভ্রমণ করছেন। তেতাল্লিশ হাজার মাইল যেতে মিটারে ভাড়া উঠেছে আশি হাজার পাউন্ড (এক লক্ষ ত্রিশ হাজার ডলারের কছাকাছি)।
• ৫৫ জন নিহত। ৩৭২ জন আহত। সিরিয়ার রাজধানী দামাস্কাসে। বিক্ষোভ-আন্দোলনের বয়স চোদ্দো মাস পেরিয়েছে। এত বড় আত্মঘাতী হামলা এর আগে ঘটেনি। আত্মঘাতী জঙ্গি কোন পক্ষের, এখনও অজানা। সরকার ও প্রতিবাদী শিবির পরস্পরকে দুষছে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি বান-কি-মুন তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
|
• ‘আমার মতে, সমলিঙ্গের দম্পতিদের বিবাহের অধিকার থাকা উচিত।’ বলেছেন বারাক ওবামা। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট এমন স্পষ্ট করে সমকামীদের বিবাহকে সরাসরি সমর্থন করলেন। প্রেসিডেন্ট নির্বাচনে এই উক্তি দীর্ঘ ছায়া ফেলবে, সন্দেহ নেই। ইতিমধ্যেই রিপাবলিকান প্রার্থী মিট রমনি জানিয়ে দিয়েছেন, তিনি সমকামী বিবাহকে মোটেই সমর্থন করেন না। |
|
অন্তর্বাসের মধ্যে বোমাটি বসানো ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান উড়িয়ে দেওয়ার জন্য এই অন্তর্বাস-বোমা পরে বিমানে ওঠার কথা ছিল তাঁর। তাঁকে মানববোমার ভূমিকায় নির্বাচন করে, প্রশিক্ষণ দিয়ে অন্তর্বাসটি তাঁর হাতে তুলে দিয়েছিল এ কিউ এ পি; আল কায়দা ইন অ্যারাব পেনিনসুলা। বিন লাদেনে উত্তরাধিকারের ক্ষেত্রে আল কায়দার এই শাখাটিই এখন সবচেয়ে ভয়ঙ্কর বলে গণ্য হয়, এদের ঘাঁটি ইয়েমেনে। কিন্তু ওই নির্বাচিত মানববোমাটি ইয়েমেন থেকে সৌদি আরবে গিয়ে লুকোনো বোমাটি তুলে দিয়েছেন সোজা সি আই এ’র হাতে। দেওয়ারই কথা, কারণ তিনি মার্কিন গুপ্তচর, অর্থাৎ যাকে বলে ‘ডাব্ল এজেন্ট’, তাঁকে সি আই এ-ই পাঠিয়েছিল, আল কায়দার ভিতরে ঢুকে তাদের সম্পর্কে খোঁজখবর নিতে। আপাতত বোমাটি পরীক্ষা করে দেখছেন মার্কিন বিস্ফোরক-বিশেষজ্ঞরা।
|
মাহমুদ শোকরায়ি এক জন কার্টুনিস্ট। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, বিচারে ২৫ ঘা শাস্তি বরাদ্দ হয়েছে। কেন? ইরানের অন্যতম বড় শহর আরক-এর এক সংবাদপত্রে স্থানীয় এম-পিআহমদ লুৎফি আশিতানির কার্টুন ছবি আঁকেন তিনি। ইরানের রাজনীতিকরা বড় বেশি দেশের খেলাধুলোর মধ্যে নাক গলাচ্ছেন, এই বক্তব্যের পাশে প্রকাশিত হয় এই কার্টুন, যাতে আশিতানিকে ফুটবলারের চেহারায় আঁকা হয়েছে। দেশ জুড়ে কার্টুনিস্টরা প্রতিবাদ করছেন তাঁদের সহকর্মীর এই অকারণ হেনস্থার বিরুদ্ধে। বলছেন, বাক্-স্বাধীনতা বলে কিসু্য নেই ইরানে। চেনা চেনা?
|
গোটা ইউরোপ এখন গ্রিসের প্রেসিডেন্ট কারোলস পাপোউলিয়াস-এর (ছবি) দিকে তাকিয়ে রয়েছে বললেও অত্যুক্তি হবে না। গত রবিবার দেশে সাধারণ নির্বাচন হয়েছে। তার পর তিন দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকার গঠনের চেষ্টা করেছেন। কিন্তু, তিন বার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট সব দলকে মিলেমিশে সরকার গঠন করার চাপ দিচ্ছেন, কিন্তু সেই চেষ্টাও সফল হওয়ার আশা কম। গ্রিসে ফের নির্বাচন হলে যে সম্ভাবনাটি সবচেয়ে স্পষ্ট, তা হল, আই এম এফ ও ইউরোপীয় ইউনিয়নের ঋণ পরিশোধে সবচেয়ে অনাগ্রহী দলই এ বার ক্ষমতা দখল করবে। তাতে ঋণ শোধের প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হবে। হয়তো গ্রিসকে ই ইউ ছাড়তেও হতে পারে। বিশ্ব-অর্থনীতির হালও মন্দতর হবে।
|
সেই মশাল। গ্রিসের টেম্পল অব হেরা-য় প্রজ্বলিত অলিম্পিকস-এর মশাল। প্রথা অনুযায়ী সূর্যের আলোক আয়নায় প্রতিফলিত করে সেই আগুনেই জ্বালিয়ে নেওয়া হল মশাল। মশাল জ্বালিয়ে পুরোহিত মেনেগাকি নেমে আসার সময় তাঁরই পোশাকের ঝটকায় নিভে যেতে বসে মশাল। ‘ব্যাক আপ’ মশাল থেকে ফের জ্বালিয়ে নেওয়া হয় শিখা। বিশ্ব ঘুরে লন্ডন পৌঁছবে এই মশাল।
|
বৃহস্পতিবার বি বি সি-তে আবহাওয়ার খবর দেখতে বসে আঁতকে উঠেছেন, স্কটল্যান্ডে এমন লোকের সংখ্যা নেহাত কম হবে না। কারণ, সে দিন আবহাওয়ার সংবাদ পড়লেন যুবরাজ চার্লস। সস্ত্রীক স্কটল্যান্ড সফরে গিয়েছেন। বি বি সি-র স্টুডিয়ো দেখতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ টেলিভিশন অ্যাঙ্কর হওয়ার বাসনা জাগে মনে। এত জিনিস থাকতে আবহাওয়া কেন? আসলে, কবে থেকে অপেক্ষা করে আছেন রাজা হবেন বলে। তাঁর জন্য সিংহাসন খালি করে দেওয়ার কোনও সদিচ্ছাই মা এলিজাবেথ দেখাচ্ছেন না। কতখানি ‘বোর’ হলে আবহাওয়ার সংবাদ পাঠের শখ হয়! |