এক যুদ্ধে এক সেনাপতির উপর গোলন্দাজ বাহিনীর ভার ছিল। দিন আসিল, কামান গর্জাইল না। সেনাপতির কোর্টমার্শাল। বিচারকের প্রশ্নের উত্তরে সেনাপতি বলিলেন, কামান না দাগিবার ১০২টি কারণ রহিয়াছে। প্রথম কারণ, গত রাত্রে বৃষ্টি হওয়ায় বারুদ ভিজিয়া গিয়াছিল। ব্যস, মামলা বাতিল! পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁহার দলের জনপ্রতিনিধিদের কাছে জানিতে চাহিয়াছেন, যদি স্বয়ং মুখ্যমন্ত্রী সমস্ত লালবাতিতে নিজের গাড়ি থামাইতে পারেন, তবে তাঁহারা পারেন না কেন? তৃণমূল নেতাদেরও একটি বারুদ ভেজা কারণ আছে তাঁহারা যে গুরুত্বপূর্ণ, এই কথাটি মানুষকে চোখে আঙুল দিয়া না বুঝাইলে মানুষ বুঝিবে কেমন করিয়া? গাড়ি ট্র্যাফিক সিগনাল ভাঙিবে, নো এন্ট্রিতে ঢুকিয়া পড়িবে, ওয়ান ওয়ে রাস্তার বিপরীত অভিমুখে ছুটিবে, তবে না ক্ষমতা! বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভা সম্বন্ধে একটি কথা প্রচলিত ছিল মন্ত্রীরা নাকি সব কচ্ছপ। বিধানবাবু সকালে তাঁহাদের উল্টাইয়া দেন, তাঁহারা দিনভর আকাশপানে হাত-পা ছোড়েন। বিকালে ফের সোজা করিয়া দিলে তাঁহারা বাড়ি ফিরিয়া যান। দুর্জনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের সম্বন্ধেও এই কথাই বলিতেছে। মন্ত্রীরা যদি অতঃপর রাস্তাতেও ক্ষমতা দেখাইতে না পারেন, সেটা কি তাঁহাদের প্রতি অবিচার হইবে না? |