টুকরো খবর |
অফিসে তালা বিজেপি-র
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
সময়ে অফিসে আসার বালাই নেই। প্রতিবাদে শুক্রবার তেহট্ট-২ ব্লকের পলাশিপাড়ার ভূমি ও ভূমি সংস্কার দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পলাশিপাড়া পঞ্চায়েত প্রধান বিজেপির ভবতোষ মণ্ডল বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই দফতরে গিয়ে দেখেন বেশিরভাগ কর্মীই আসেননি। প্রতিবাদে প্রধানের নেতৃত্বে স্থানীয়রা অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেন। তেহট্ট মহকুমার ভূমি সংস্কার দফতরের আধিকারিক দুলাল দাস ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। তিনি বলেন, ‘‘এ দিন যারা দেরিতে অফিসে এসেছেন তাদের শো কজ করা হবে।’’ |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নওদা |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে আলমগির মণ্ডল (৪) নামে এক শিশুর। বাড়ি নওদার ত্রিমোহিনীতে। শুক্রবার সন্ধ্যে আলমগির দিদিমার সঙ্গে স্থানীয় ক্লাব মোড়ে দাঁড়িয়ে ছিল।একটি পণ্যবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় আলমগির। পুলিশ লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক। |
বাড়িতে আগুন, অভিযুক্ত চার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। বুধবার রাতে কোতোয়ালির আসাননগরের বাসিন্দা গোপাল পালের বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। গোপালবাবুর স্ত্রী করুণা পাল স্থানীয় বাসিন্দা প্রদীপ মল্লিক-সহ চার জনের নামে অভিযোগ করেন। পুলিশ জানায়, তারা পলাতক। সিপিএমের কৃষ্ণনগর পূর্ব লোকাল কমিটির সম্পাদক সত্যনারায়ণ মজুমদার বলেন, “দুষ্কৃতীর তৃণমূল কর্মী। গোপাল পাল-সহ কয়েকটি পরিবার খাস জমিতে বসবাস করেন। তৃণমূল কর্মীরা তাঁদের সরিয়ে জমি বিক্রি করতে চাইছে। জমি খালি করার জন্যই ঘরে আগুন লাগানো হয়েছে।” তবে তৃণমূলের কৃষ্ণনগর-১ ব্লক সভাপতি শৈলেন ঘোষ বলেন, “আমাদের দলের কেউ এর সঙ্গে যুক্ত নন।” |
আদালত থেকে নিখোঁজ বন্দি ফের গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
আদালত থেকে নিখোঁজ এক বন্দিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে চাকদহ বাসস্ট্যান্ড থেকে ইজ্জত শেখ নামে ওই বন্দিকে গ্রেফতার করা হয়। গত শনিবার আদালতে হাজির করানোর পরে জেলে নিয়ে আসার সময়ে পালিয়ে যায় ইজ্জত। পুলিশ জানিয়েছে, ইজ্জত শেখের বাড়ি চাপড়ার বেতবেড়িয়া গ্রামে। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন তিনি। শনিবার নিখোঁজ হওয়ার পরে পুলিশ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। ইজ্জত শেখ ফোনে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চান। স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে চাকদহ বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “প্রাথমিক অনুমান ছিল গত শনিবার জামিনে ছাড়া পাওয়া বন্দিদের সঙ্গে পালিয়েছিলেন ইজ্জত। তাকে ধরার ব্যাপারে তার স্ত্রী পাপিয়া রায়ের সাহায্য নেওয়া হয়েছিল।” |
বালিকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ট্রেন থেকে উদ্ধার করে অজ্ঞাতপরিচয় এক বালিকাকে সরকারি হোমে পৌঁছে দিলেন নূরজাহান বিবি নামে এক মহিলা। বুধবার লালগোলা প্যাসেঞ্জার ট্রেন থেকে ওই বালিকাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এসে রাখেন ওই মহিলা। বৃহস্পতিবার সকালেই তাকে সঙ্গে নিয়ে বহরমপুরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’র কাছে হাজির হন তিনি। এর পরে তাকে পাঠানো হয় সরকারি শিলায়ন হোমে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’র চেয়ারপার্সন সিরাজুল ইসলাম বলেন, “ওই বালিকা তার নিজের নাম বলতে পারছে না। এমনকী তার বাবা-মায়েরও কোনও খোঁজও তার জানা নেই। বাড়ির ঠিকানাও তার অজানা। কাউন্সেলিং-এর পরে তাকে শিলায়ন হোমে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।” |
সভাপতির ইস্তফা
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ভরতপুর-২ ব্লকের কংগ্রেসের বদরুল আজম। শুক্রবার কান্দি মহকুমাশাসকের কাছে তিনি ইস্তফা জমা দেন। মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “ভরতপুর-২ ব্লকের সভাপতি ইস্তফা জমা দিয়েছেন।” ২০১০ সালে সভাপতি হন বদরুল আজম। তিনি বলেন, “দলের স্থানীয় কিছু নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ইস্তফা দিয়েছি।” |
সিপিএম থেকে কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা • ধুলিয়ান |
ধুলিয়ান পুরসভার তিন সিপিএম কাউন্সিলর শুক্রবার বিকেলে কংগ্রেসে যোগ দিয়েছেন। এর ফলে কংগ্রেসের দখলে থাকা ১৯ ওয়ার্ডের ওই পুরসভায় কংগ্রেস সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। ওই তিন কাউন্সিলর মহম্মদ এসা হক আলি, মুনিরা বিবি এবং সাইমা ইয়াসমিনের দল বদল প্রসঙ্গে স্থানীয় সিপিএম বিধায়ক তথা জোনাল সম্পাদক তোয়াব আলি বলেন, “ওরা দলত্যাগ করায় সংগঠনের কোনও ক্ষতি হবে না।” |
তালা ভেঙে চুরি স্কুলে
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
স্কুলের তালা ভেঙে দু’টি সিলিং ফ্যান চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙার দেবকুণ্ডু প্রাথমির বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাখা চুরির পাশাপাশি মিড-ডে মিল রান্নার জিনিসপত্র রাখা ঘরের তালাও ভাঙার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে ওই ঘরে ঢুকতে পারেনি তারা। |
অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে পবন মাঝি (২৩) নামে এক যুবকের। তাঁর বাড়ি সুতির বংশবাটি গ্রামে। শুক্রবার বাড়ির পাশের বিদ্যুৎবাহী তারে হাত লেগে মৃত্যু হয়েছে তাঁর। |
|