বোমা ফেটে মৃত্যু হয়েছে হিমলাল মণ্ডল (১১) নামে এক বালকের। এই ঘটনায় আহত হয়েছেন এক জন শিশু ও এক মহিলা। তাদের গুরুতর অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তেহট্টের মৃগি গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এ দিন সকালে বাড়ির পাশের জমিতে সার ফেলছিলেন হিমলালের মা বালিজান বিবি। পাশেই দাঁড়িয়েছিল হিমলাল ও তার খুড়তুতো ভাই বছর পাঁচেকের মহল্লাল। বালিজান বিবি সারগাদায় কোদালের কোপ মারতেই সেখানে রাখা বোমাটি ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের তিনজনকেই তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, পথেই মৃত্যু হয়েছে হিমলালের। আশঙ্কাজনক অবস্থায় বালিজান বিবি ও মহল্লালকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বোমা ফাটার ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। সারগাদায় কে কী উদ্দেশ্যে বোমা রেখেছিল তা নিয়ে তদন্তও করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই সারগাদায় আরও বোমা আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও। তেহট্টের এসডিপিও মলয় মজুমদার বলেন, ‘‘যদি ওখানে আরও বোমা থাকে তাহলে বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে সেগুলো নিষ্ক্রিয় করবে। এ দিন কোদালের আঘাতে বোমাটি ফেটে গিয়ে এই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’ |