ইন্দিরা আবাস যোজনার ঘরের বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে গ্রাম পঞ্চায়েতের এক নির্বাহী সহায়ককে প্রায় ঘন্টা দু’য়েক ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে থানারপাড়ার পিপুলখোলা গ্রামের দরগাতলাপাড়ায়। করিমপুর-২ ব্লকের ধোড়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের ওই নির্বাহী সহায়কের নাম সন্তোষ মণ্ডল। পরে পুলিশ এসে সন্তোষবাবুকে উদ্ধার করে নিয়ে যায়।
তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘ওই নির্বাহী সহায়কের বিরুদ্ধে একই বিষয়ে কিছুদিন আগেও লিখিত অভিযোগ পেয়েছি। করিমপুর-২ ব্লকের বিডিওকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। শুক্রবারের ঘটনারও তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পিপুলখোলার দরগাতলাপাড়ায় গিয়েছিলেন সন্তোষবাবু। অভিযোগ, সেখানে গিয়ে ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন বলে গ্রামের কয়েক জনের কাছ থেকে টাকা চান। খবর রটতেই সন্তোষবাবুকে ঘেরাও করেন গ্রামবাসীরা। ধোড়াদহ-২ পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘‘নির্বাহী সহায়কের বিরুদ্ধে গ্রামের মানুষ এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। আমরা লিখিতভাবে বিডিও এবং মহকুমাশাসককে জানিয়েছি।’’
অভিযোগ অস্বীকার করে সন্তোষবাবু বলেন, ‘‘আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এলাকায় ইন্দিরা আবাস যোজনার কাজকর্মের ব্যাপারে ব্লক অফিস থেকে আমাকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আমি সেই কাজ দেখতেই ওই এলাকায় গিয়েছিলাম। এর বেশি আর কিছুই নয়। আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’’ |