|
|
|
|
|
|
তিনি বলেন
|
রেশন দফতর ঘুঘুর বাসা।
এটা আমি ভাঙবই। |
জ্যোতিপ্রিয় মল্লিক |
প্রসঙ্গ রেশন কার্ডের দুষ্টচক্র |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৫ ও ৯।
শুভ দিন: বুধ, শুক্র ও শনি।
শুভ রং: সাদা, ছাই ও সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না ও পীত পোখরাজ।
জীবাণু সংক্রমণে ভুগতে পারেন। সুচিকিৎসায় গুরুজনের আরোগ্য লাভ। মাত্রাতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতায় মানসিক অশান্তি থাকতে পারে। তবে, ভাগ্যোদয়ের পথে অধিকাংশ বাধাই দূর হবে। স্বনিযুক্ত ব্যক্তিরা আর্থিক সাফল্য পাবেন। ব্যবসায় আশানুরূপ সাফল্য। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। চাটুকার ও ঋণগ্রহীতা থেকে দূরে থাকুন। প্রিয়জনের উচ্চশিক্ষা নিয়ে দুর্ভাবনা থাকতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
‘না’ বললেই সাজা
ট্যাক্সি চালকেরা ভাড়া যাইতে (বিশেষ করিয়া স্বল্প দূরত্বে) অস্বীকার করিলে রাজ্য সরকার সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বনের চিন্তা করিতেছেন। অভিযোগ প্রমাণিত হইলে ট্যাক্সির পারমিট বাতিল বা সাময়িকভাবে রহিত হইতে পারে। মোটরযান আইন অনুসারে যখন ট্যাক্সি মিটারের নির্দেশক ফ্ল্যাগ খাড়া অবস্থায় কোন অনুমোদিত স্ট্যান্ডে বা প্রকাশ্য স্থানে থাকে, তখন ঐরূপ ট্যাক্সি ভাড়া যাইতে অসম্মত হইতে পারিবে না।
— আনন্দবাজার পত্রিকা, ১১ মে ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|