টুকরো খবর
পাট্টা বিলি
ছবি তুলেছেন দীপঙ্কর ঘটক।
শিবির করে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির বনভূমি স্থায়ী কমিটির উদ্যোগে ভূমিহীনদের মধ্যে পাট্টা বিলির কাজ শুরু হল। বৃহস্পতিবার স্থানীয় ভূমি রাজস্ব দফতরে ওই পাট্টা বিলির আয়োজন করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি দুলালী অধিকারী বলেন, “এলাকার ১ হাজার ১৬৩ জন ভূমিহীনকে পাট্টা দেওয়া হবে।” ভূমি ও রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, পাট্টা প্রাপকরা ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাঁরা এতদিন যে খাস জমিতে বসবাস করছিলেন তাঁর পাট্টা দেওয়া হয়েছে। দফতরের ময়নাগুড়ির আধিকারিক অমিত কুমার দাস বলেন, “৪৩৪ একরের কিছু বেশি জমির পাট্টা বিলির কাজ চলছে। মাথা পিছু গড়ে ১ বিঘার সামান্য কিছু বেশি জমি দেওয়া হচ্ছে। ওই জমি হস্তান্তর যোগ্য নয়।” এ ছাড়াও ময়নাগুড়ি ব্লকে মুখ্যমন্ত্রীর ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পের কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে ভূমি দফতর। এ জন্য দফতরের তরফে ১১ একর জমি কেনা হয়েছে। ওই প্রকল্পে রামসাই এলাকার চড়াইমহল মৌজায় ১১৩টি আদিবাসী পরিবারকে মাথাপিছু ৫ ডেসিমেল জমি কিনে দেওয়া হবে।

স্ত্রী’কে কটূক্তি, প্রহৃত প্রতিবাদী
স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় স্বামী সহ ৩ জনকে মারধরের অভিযোগ উঠেছে যুব তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নকশালবাড়ি থানার উত্তর রথখোলা এলাকার ঘটনা। জখম তিন জনের নাম সুজিত মণ্ডল, তাঁর মা উজলা দেবী এবং বোন নমিতা মণ্ডল। অভিযুক্ত যুব তৃণমূলের অঞ্চল সহ সভাপতি গোপাল দাস বলেন, “মিথ্যে অভিযোগ। একটি কমবয়সী ছেলে সুজিতবাবুর স্ত্রী দেখতে সুন্দর বলে প্রশংসা করে। তা নিয়ে সমস্যা হয়। আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা ছিল। সন্ধ্যায় তাঁদের মধ্যে গণ্ডগোল হয়। আমার নাম জড়ানো হয়েছে।” সুজিতের বাবা সহদেববাবু জানান, ১৫ দিন আগে সহদেবের বিয়ে হয়। সম্প্রতি তাঁর স্ত্রীকে গোপাল-সহ ২ জন কটূক্তি করে। তা নিয়ে প্রতিবাদ করা হয়। এর পরে আলোচনায় ডাকা হয়। ফেরার পথে কয়েক জন মিলে ৩ জনকে মারধর করে।” কংগ্রেসের নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “দোষীদের শাস্তি দাবি করছি।” দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি প্রবীর রায় বলেন, “বাইরে আছি। ঘটনাটি খোঁজ নিয়ে দেখব।”

সৌজন্য সাক্ষাৎ
আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভুটানে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল জিতেন্দ্র কুমার শর্মা। বৃহস্পতিবার মহকুমাশাসক জানান, ভুটানে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল এদিন আলিপুরদুয়ার সফরে আসেন। তিনি ভারত ভুটান সীমান্ত লাগোয়া এলাকাগুলি ঘুরে দেখবেন। সীমান্ত শহর জয়ঁগাতে মানি এক্সচেঞ্জ কাউন্টার ও ভুটান থেকে আসা নদীগুলিতে ডুয়ার্সের ক্ষতি বিষয় কনসাল জেনারেলকে অবহিত করানো হয়েছে। তাছাড়া ভারতীয় শ্রমিকরা ভুটানে গিয়ে কাজ করতে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হন তা জানানো হয়েছে।

স্কুলে বিক্ষোভ ছাত্র পরিষদের
একাদশ শ্রেণিতে ফেল করা ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার স্কুলে গিয়ে ছাত্র পরিষদ কর্মীরা একাদশ শ্রেণির সব ফেল করা ছাত্রদের পাশ করানোর দাবি জানায়। একাদশ শ্রেণির মোট ১৪৪ জন ছাত্রের মধ্যে এ বছর ৩৬ জন ফেল করেছে। স্কুলের তরফে অবশ্য কোনও আশ্বাস দেওয়া হয়নি। এ দিন স্কুলে প্রায় ঘন্টাখানেক ধরে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের কর্মীরা। স্কুল জানায়, পাশ ফেলের বিষয়টি কাউন্সিল নিয়ন্ত্রণ করে। স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ কুমার মজুমদার বলেন, “স্কুলের পক্ষে এ বিষয়ে কিছু করা সম্ভব নয়।”

ট্রেনে কাটা
রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে একটি শিশুর। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার শহরের চিত্তরঞ্জন পল্লিতে ঘটনাটি ঘটে। এদিন সকালে সরোজ রাজভরের চার বছরের মেয়ে সুনীতা রাজভর দিদি’র সঙ্গে পানীয় জল আনতে যায়। দিদি লাইন পার হলেও ওই শিশুটি লাইন পার হতে পারেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.