এক মহিলার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার ধুলিয়ানের একটি নার্সিংহোমে মৃতের পরিজনেরা নাসির্ংহোমের মালিককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে দেখে শেষ পর্যন্ত বড়সড় পুলিশ বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে।
রবিবার সন্ধ্যায় সামশেরগঞ্জের বাসিন্দা মানোয়ারা বিবি টিউমারের অস্ত্রোপচারের জন্য বিপিএল তালিকাভুক্তদের ওই নার্সিংহোমে ভর্তি হন। ওই দিন রাতে মানোয়ারার অস্ত্রোপচার করা হয়। তবে সোমবার সকালেও তাঁর জ্ঞান ফেরেনি। বেলা ১টা নাগাদ তাঁকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা জানান, মানোয়ারার মৃত্যু হয়েছে।
এর পরেই ধুলিয়ানের নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিজনেরা। ঘেরাও করে রাখা হয় নার্সিংহোমের মালিক রফিকুল ইসলামকে। পরে সামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে পেশায় চিকিৎসক ওই নার্সিংহোম মালিককে ঘেরাওমুক্ত করে। যদিও মৃতার পরিবারের তরফে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
রফিকুল ইসলাম বলেন, “ওই মহিলার চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। এক চিকিৎসক তাঁর অস্ত্রোপচার করেন। সকাল পর্যন্ত তাঁর জ্ঞান না ফেরায় তাঁকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানোর চেষ্টা করা হয়। তবে তাংকে বাঁচানো যায়নি।”
জাল নোট-সহ ধৃত। পঁচিশ হাজার টাকার জাল নোট-সহ আমিন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি মহিষাস্থলি গ্রামে।
সোমবার সকালে সামশেরগঞ্জের সাজুর মোড় থেকে পুলিশ আমিনকে ধরে। তার কাছ থেকে ২৫টি হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। |