গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ রবিবার বিকেলে ‘কাফ সিরাপ’ পাচারচক্রের পাণ্ডাকে গ্রেফতার করেছে। বনগাঁ ১ নম্বর রেলগেট এলাকা থেকে ধৃত ওই যুবকের কাছ থেকে ৬০ বাক্স (প্রায় তিন হাজার বোতল) ‘কাফ সিরাপ’ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া তার কাছ থেকে পাওয়া গিয়েছে ৫ লক্ষ ৮২ হাজার টাকা। আটক করা হয়েছে একটি গাড়ি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সঞ্জীব সাহা। তার বাড়ি বারাসতের কালিকাপুরে। উদ্ধার হওয়া ‘কাফ সিরাপ’-এর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে বনগাঁর বাটারমোড় এলাকায় আর এক পাচারকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্যই ওই ‘কাফ সিরাপ’ আনা হচ্ছিল। পরে তা বাংলাদেশে পাচার করা হত। পুলিশের বক্তব্য, ধৃত সঞ্জীব ‘কাফ সিরাফ’ পাচারচক্রের অন্যতম নিয়ন্ত্রক। সেই-ই বনগাঁর পাচারকারীদের মাল সরবরাহ করত। বাংলাদেশে নেশার বস্তু হিসাবে ‘কাফ সিরাপ’ ভীষণ জনপ্রিয়। ধৃতকে জেরা করে আরও কয়েকজন পাচারকারীর নাম পেয়েছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
বহরমপুরে প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপনে কেন্দ্রীয় প্রতিশ্রুতি পালন করার দাবি জানালেন স্থানীয় সাংসদ অধীর চৌধুরী। এমসিআই সংশোধন বিল নিয়ে লোকসভায় বিতর্কে অংশ নিয়ে অধীর আজ বলেন, “মুর্শিদাবাদ একটি পিছিয়ে পড়া জেলা। সেখানে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার অতীতে অনুমোদন দেয়। কিন্তু প্রাথমিক কাজকর্ম হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চূড়ান্ত অনুমতিপত্র দিতে বিলম্ব করছে।” এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরে সংসদের বাইরে সুদীপ বন্দ্যোপাধায়ের নাম না করে অধীর বলেন, “কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এক সময় বহরমপুরেই থাকতেন। বিষয়টি নিয়ে তাঁরও সক্রিয় হওয়া উচিত।”
|
গোয়ালতোড়ের পাথরপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অ্যাম্বুল্যান্স পরিবেষা চালু হল সোমবার। পরিষেবা চালু করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তাঁরই বিধায়ক তহবিলের টাকায় অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছে। ব্যয় হয়েছে ৫ লক্ষ ২০ হাজার টাকা। |